Hema Malini: ৭৪ বছর বয়সেও দুর্ধর্ষ এনার্জি! ‘ধুম মাচা লে’ গানে দুর্দান্ত নেচে মঞ্চ কাঁপালেন ‘ ড্রিম গার্ল’ হেমা মালিনী, মুগ্ধ ভক্তরা

Advertisement

Hema Malini: বয়সকে হার মানিয়ে হিন্দি গানে নেচে মঞ্চ মাতালেন হেমা মালিনী, মুগ্ধ নেটজনতা। বলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী হলেন হেমা মালিনী (Hema Malini)। ধর্মেন্দ্র (Dharmendra), রাজ কাপুর (Raj Kapoor) এবং রাজেশ খান্না (Rajesh Khanna)-র সাথে জুটি বেঁধে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তবে অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ পারদর্শী হেমা মালিনী। নাচের জন্য বিশ্বজোড়া খ্যাতি রয়েছে হেমা মালিনীর।

Advertisements

অভিনয় জীবন সম্পর্কে জানা যায় অভিনেত্রী ১৯৬৮ সালের ‘স্বপ্ন কা সওদাগর’ (Sapno Ka Saudagar) ছবির মাধ্যমে গ্ল্যামার জগতে পা রাখেন। অভিনেতা রাজ কাপুরের বিপরীতে এই ছবিতে অভিনয় করেন হেমা মালিনী (Hema Malini)। তারপরে তিনি একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেন।তবে রিল লাইফে অভিনেত্রী বিভিন্ন সুপারস্টারের সাথে জুটি বাঁধলেও রিয়েল লাইফে তিনি জুটি বাঁধেন ধর্মেন্দ্রর সাথে। অন্যদিকে অভিনেত্রী ১১ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং ‘পদ্মশ্রী’ (Padmasree) পুরস্কারে সম্মানিত হয়েছেন।

Advertisements

সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে এই অভিনেত্রীর অসাধারণ নাচের ভিডিও। সেট ইন্ডিয়া (Set India) ইউটিউব চ্যানেল থেকে পোস্ট হয়েছে এই ভিডিওতে। যা দেখে মুগ্ধ হয়েছে নেটজনতা। ভিডিওর কমেন্ট বক্সে দেখা গিয়েছে অভিনেত্রীর প্রশংসার উপচে পড়া মন্তব্য। ইতিমধ্যে ৬ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছে গেছে ভিডিও। অনেকেই পছন্দ করেছেন অভিনেত্রীর এই অসাধারণ নাচ।

ভিডিওটিতে দেখা যায় বিউটি কুইন হেমা মালিনী (Hema Malini) ‘ধুম’ (Dhoom) ছবির জনপ্রিয় গান ‘ধুম মাচা লে’ (Dhoom Machale) গানে নাচ করছেন। ভাইরাল ভিডিওটিতে অভিনেত্রীকে ওয়েস্টার্ন এবং ক্ল্যাসিকাল দুই ভাবেই নৃত্য পরিবেশন করতে দেখা যায়। প্রসঙ্গত, “সুপার সিঙ্গার টু’ (Super Singer 2)-এর মঞ্চে এই অসাধারণ নাচ পরিবেশন করেন হেমা মালিনী (Hema Malini)। তবে এই মঞ্চে অভিনেত্রীর সাথে দেখা গেছে অভিনেত্রী কন্যা এশা দেওয়ল (Esha Deol)-কেও। বর্তমানে তিনিও একজন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী। তবে সাম্প্রতিক হেমা মালিনীর এই অসাধারণ নাচ নেটজনতাকে বেশমুগ্ধ করেছে।

Related Articles