জি বাংলার নতুন নায়িকা ‘ফুলকি’ আসলে কে? ফাঁস হল অভিনেত্রীর নাম ও পরিচয়

Advertisement

জি বাংলা সম্প্রতি তাদের নতুন ধারাবাহিক সম্প্রচার হওয়ার খবর প্রকাশ করেছে। তবে এই নতুন ধারাবাহিকে যিনি নায়িকা তাকে দর্শকেরা একেবারেই চেনেন না। শোনা যাচ্ছে এই নতুন ধারাবাহিক এবার ‘মিঠাই’-এর জায়গা ছিনিয়ে নিতে পারে। আর এই কারণে নতুন ধারাবাহিক নিয়ে এবং ধারাবাহিকের চরিত্রদের নিয়ে মানুষের মনে কৌতুহল শুরু হয়েছে। অনেকেই ধারাবাহিকের নতুন নায়িকার সম্বন্ধে জানতে বেশ আগ্রহী।

Advertisements

Advertisements

নতুন এই ধারাবাহিকের নাম হল ‘ফুলকি’। জানা গিয়েছে নায়িকা হিসেবে ধারাবাহিকে অভিনয় করবেন দিব্যানী মন্ডল (Divyani Mondal)। পেশায় আপাতত তিনি একজন মডেল। তবে এবার মডেল থেকে অভিনেত্রী হতে চলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। তার ফলোয়ার্স দৌড়ে বাড়ছে। ধীরে ধীরে পরিচিতি আরও বাড়বে বলে মনে করা হয়।

বর্তমানে টেলিভিশনের পর্দায় যেই ধারাবাহিকের টিআরপি কম সেটি বন্ধ হয়ে যাচ্ছে। টিআরপি এখন ধারাবাহিকগুলির ভবিষ্যত নির্ণায়ক। এই তালিকায় রয়েছে একাধিক নতুন ধারাবাহিকের নাম। তাই নতুন ধারাবাহিক নিয়েও বেশ ভয় রয়েছে মানুষের মনে। ‘ফুলকি’ ধারাবাহিকের নায়িকা নতুন মুখ। কিন্তু নায়ককে অনেকেই চেনেন। নায়ক হিসেবে ধারাবাহিকে অভিনয় করবেন সোমরাজ মাইতি।

এবার দর্শকদের পালা তারা কেমন ভাবে গ্রহণ করেন সোমরাজ ও দিব্যানী জুটি। জানা গিয়েছে, এই ধারাবাহিক হতে চলেছে বক্সিং দিয়ে। ধারাবাহিকে নায়িকার রয়েছে হাঁপানি রোগ। নায়িকা বেশ গরীব পরিবারের সন্তান। তার মায়ের ডায়ালাইসিস চলছে। আর এই কারণে টাকার প্রয়োজন। অপরদিকে তারই গ্রামে বক্সিং প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় যে জিতবে সে পাবে ১০,০০০ টাকা। এই টাকা পেলে নায়িকা তার মায়ের চিকিৎসা করাবে।

কিন্তু নায়িকার চেহারা দেখে তাকে নিয়ে মজা করতে ছাড়ে না বাকিরা৷ তাদের সপাটে জবাব দেয় নায়িকা। সে জানায়, “গায়ের জোরে সবটা হয় না। স্বপ্ন আর জেদটাই আসল। আমি এই চেহারাতে বক্সিং লড়ে দেখিয়ে দেবো”। তবে এই ধারাবাহিক কখন শুরু হবে তা জানা যায়নি৷ শোনা যাচ্ছে ‘মিঠাই’-এর জায়গায় সম্প্রচারিত হতে পারে এটি

Related Articles