Advertisements

টুকটুকে লাল পোশাকে দুর্দান্ত বেলি ডান্স সুন্দরী যুবতীর, মুহূর্তে ভাইরাল ভিডিও

Advertisements

বর্তমান যুগে আমরা যত উন্নত হচ্ছি তত উন্নত হচ্ছে আমাদের জীবনযাত্রা। আর তারসাথে জীবনে সঙ্গী হয়েছে ব্যস্ততা। নিজেদের শরীর সুস্থ রাখতে জিম হোক বা নিজেদের জন্যই সময় বের করা দুষ্কর হয়ে পড়ছে আবার সকাল সন্ধ্যা নিয়ম করে হাটাহাটি বড্ড বোরিং। তবে এক্ষেত্রে সবকিছুর সমাধান কিন্তু নাচ। নাচের মাধ্যমে শরীর মন উভয় সুস্থ থাকে। মেদ বা স্ট্রেস উভয় কমায় তাইতো বর্তমানে প্রচুর মানুষ নাচের সাথে যুক্ত হচ্ছেন। আবার বাচ্চাদেরও ছোট থেকেই পড়ার পাশাপাশি নাচে ভর্ত্তি করা হচ্ছে।

আর এরফলে বিশেষত যারা নাচ ভালোবাসেন অথচ কাজের চাপে সেই প্রতিভা আড়ালে চলে গিয়েছিল তারাও নিজেদের গুনের চর্চা করে আরো পরিনত হয়ে উঠছে। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই নিজেদের সেই নাচের ভিডিও পোস্ট করে হয়ে উঠছেন ভাইরাল। সম্প্রতি এরকম এক যুবতীর নাচ করে ভাইরালের তালিকায় যুক্ত হলেন।

বর্তমানে বেলি ডান্সের ফর্মের দিকে ঝুঁকছে অনেকে। তবে বেলি ডান্স করতে লাগে অধ্যবসায়, পরিশ্রম, নমনীয়তা ,ধৈর্য্য। আর এখানে এই যুবতীর সেই শারিরীক কসরত ফুটে উঠেছে। বেলি ডান্সের মতো এতো কঠিন একটা মুদ্রাকে যেভাবে তিনি আয়ত্তে এনেছেন, যেভাবে শরীরী বিভঙ্গ এর মধ্য দিয়ে গানের ভাব ফুটিয়ে তুলেছেন তা এককথায় অনবদ্য।

নাচের স্টুডিওতে ক্যামেরাবন্দি হয়েছে তার নাচের মুহুর্তগুলি। লাল রঙের স্বল্পপোশাকে যেভাবে নৃত্য পরিবেশন করেছে তা দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেছেন নেটিজেনরা। তিনি যে যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত তা ভিডিও থেকে স্পষ্ট। আগামীদিনের তার কাছ থেকে এই ধরনের আরও নাচ দেখার উৎসাহ প্রকাশ করেছেন সকলে।

Related Articles