Gracy Singh: ‘লগান’ সিনেমার সুন্দরী অভিনেত্রীকে মনে আছে? বর্তমানে এমন হালে দিন কাটাচ্ছেন গ্রেসি সিং

Gracy Singh : বলিউডের জনপ্রিয় ও চর্চিত একটি ছবি হল ‘লগান’। এই বির গল্প ও গান সবকিছুই মানুষের নজর কাড়ে। এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল ‘গৌরি’। এছাড়া ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবির একটি চরিত্র ‘চিঙ্কি’কে সকলেরই মনে আছে। কারণ ছবিগুলি যেমন জনপ্রিয় তেমনই চর্চিত। আর এই দু’টি চরিত্রে অভিনয় করেছিলেন গ্রেসি সিংহ। এই দুই চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। দু’টি ছবি দুই বছরের ব্যবধানে মুক্তি পায়।
বক্স অফিসে ব্যাপক ব্যবসা করে ছবি দু’টি। আর তাই গ্রেসি সিং ( Gracy Singh ) বেশ জনপ্রিয় হয়ে ওঠেন সকলের কাছে। ধীরে ধীরে তিনি বলিউডে জায়গা করে নেন। পাশাপাশি ওইসময় দক্ষিণ ভারতে চুটিয়ে অভিনয় করতে শুরু করেন তিনি। কিন্তু এত জনপ্রিয়তা থাকা সত্বেও কয়েক বছরের মধ্যে গ্রেসি হারিয়ে যান বলিউড থেকে। বড় বাজেটের ছবি হোক কিংবা কম বাজেটের ছবির প্রস্তাব তার কাছে আসা বন্ধ হয়ে যায়।
এছাড়া ছোটো পর্দায় অভিনয় করেছেন তিনি কিন্তু বিশেষ সাফল্য পাননি। তবে হঠাৎ এমন পরিস্থিতি কেনো সৃষ্টি হল? এর উত্তরে শোনা যায়, নিজেকে ভুলেই নাকি এমন অধঃপতন ঘটে তার। ২০০৮ সালে ‘দেশদ্রোহী’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পান গ্রেসি। এই ছবিতে গ্রেসির বিপরীতে অভিনয় করেন কমল রসিদ খান। ‘দেশদ্রোহী’ ছবিটি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। এর পাশাপাশি ব্যাপক চর্চিত হয়ে ওঠে।
এরপরই চারিদিকে শোনা যায়, গ্রেসির হাতে ছবির সংখ্যা কম। আর এই কারণে তিনি যেকোনো ছবিতে অভিনয় করছেন। আরও শোনা যায়, তার টাকার চাহিদা বেশি। বড় বড় বলিউড তারকাদের সঙ্গে অভিনয় করা অভিনেত্রী কেআরকে-এর সঙ্গে অভিনয় করে নিজেকে আরও নিচুস্তরে নামিয়ে এনেছেন। এরপরই তার কাছে বিগ বাজেটের ছবির প্রস্তাব আসা বন্ধ হয়ে যায়।
২০১৩ সালে ‘সমাধি’ নামক একটি বাংলা ছবিতে অভিনয় করেছেন গ্রেসি। গোবিন্দের বিপরীতে অভিনয় করেন তিনি। শেষ ২০১৫ সালে মারাঠি ছবি ‘চুড়িয়াঁ’-তে অভিনয় করেন তিনি।