Varun Dhawan : বাবা হতে চলেছেন বরুণ ধাওয়ান? অন্দরমহলে তুমুল জল্পনা

Advertisement

বলিউডের গ্ল্যামারাস অভিনেতাদের তালিকায় প্রথমেই যিনি জায়গা করে নেবেন তিনি হলেন বরুণ ধবন (Varun Dhawan)। তিনি বিয়ে করেছেন দীর্ঘদিন। তবে এবার বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে বাবা হতে চলেছেন বরুন। যদিও এখনও পর্যন্ত স্ত্রী নাতাশা ও বরুনকে মুখ খুলতে দেখা যায়নি। তবে জোর জল্পনা শুরু হয়েছে চারিদিকে। আর এই জল্পনার মাঝে আরেকটি ঘটনা যা দুইয়ে দুইয়ে চার করে দিয়েছে।

Advertisements

২০২১ সালের জানুয়ারি মাসে ছোটোবেলার বান্ধবী নাতাশার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন বরুন ধবন। প্রকাশ্যে সেভাবে প্রেমের উদযাপন না করলেও বিয়ের পর একাধিক পোস্টে স্ত্রী-কে দেখা গিয়েছে। ছোটোবেলা থেকেই তারা একে অপরের সঙ্গী। কিছুদিন আগে সস্ত্রীক বরুন ধবন হাজির হয়েছিলেন নিতস মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের অনুষ্ঠানে।

Advertisements

কালীঘাটের মন্দিরে বিয়ের দিনক্ষণ পাকা করতে গেলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা!

সম্প্রতি এই জুটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিও থেকে জানা যাচ্ছে, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়েছিলেন বরুন। এরপর তারা দু’জনে মায়ানগরীর খারে অবস্থিত সেই ক্লিনিকের বাইরে ক্যামেরাবন্দি হন। আর এরপরই শুরু হয়েছে জল্পনা। তবে কি সত্যিই বাবা হতে চলেছেন বরুন! যদিও জল্পনাকে ধোয়াশায় রেখেছেন তিনি।

সম্প্রতি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথায় কথায় বরুনকে বাবা হওয়ার কথা জিগ্যেস করা হয়। তার বান্ধবী আলিয়া সম্প্রতি মা হয়েছেন। এরপর বরুণ জানান, আলিয়া মা হয়েছে বলে কি আমাকে বাবা হতে হবে! আমি এই বিষয়ে নাতাশার সঙ্গে আলোচনা করব। খুব শীঘ্রই অভিনেতাকে দেখা যাবে ‘বাওয়াল’ ছবিতে।

Related Articles