রেডমির স্মার্টফোনের থেকেও দামি শাহরুখ পত্নী গৌরীর ডাস্টবিন! দাম জানলে আঁতকে উঠবেন
বলিউডের কিং খান বলতে সকলে চেনেন শাহরুখ খানকে (Shah Rukh Khan)। তবে তার সঙ্গে সঙ্গে জনপ্রিয় তার পরিবারও। পরিবারের বাকি সদস্যদের জনপ্রিয়তাও এখন গগনচুম্বী। তেমনই তার স্ত্রী গৌরী খানকে (Gauri Khan) সকলেই চেনেন। তবে গোরী শাহরুখের স্ত্রী হওয়ার পাশাপাশি নিজের পরিচয় তৈরি করেছেন। তিনি একজন ইন্টেরিয়র ডিজাইনার।
বহু সেলিব্রিটির বাড়ি তিনি সাজিয়ে দিয়েছেন। কিন্তু এবার গৌরীকে তার নিজের কাজের জন্য সমালোচিত হতে হল। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলল নানান কাটাছেঁড়া। গোরীকে তার স্টোরের জিনিস চড়া দামে বিক্রি করার জন্য ট্রোল হতে হল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে।
যেখানে গৌরীর স্টোরের একটি গারবেজ ক্যানের ছবি পোস্ট করে একজন লিখেছেন সেটির দাম ১৫ হাজার টাকা। আর এরপরই গৌরীকে সমালোচিত হতে হল। সামান্য একটি গারবেজ ক্যানের এত দাম হওয়ার জন্য সকলেই অবাক। তবে একজন বলেছেন, গারবেজ ক্যানটির নকশা করতে হয়েছে আর তার জন্য সেটির দাম হবেই।
একজন মজা করে লিখেছেন তার বাড়িতে ৫০০ টাকার নোটগুলি ফেলার জন্য একটি মনের মত ডাস্টবিন খুঁজে পেয়েছেন তিনি। সামান্য একটি ডাস্টবিনের যে এত দাম হতে পারে তা হয়তো মধ্যবিত্তের ধারণার বাইরে। আর এই কারণে ভাইরাল হয়েছে সেই পোস্ট।