‘বাবাটা খুব দুষ্টু’, Didi No1-এর মঞ্চে ফুগলার এসব কথা শুনে হেসে লুটোপুটি রচনা ব্যানার্জি
সম্প্রতি এবার ‘দিদি নাম্বার ওয়ান’এর মঞ্চে পৌঁছে গিয়েছিল সোশ্যাল মিডিয়া খ্যাত ফুগলা! যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তারা কমবেশি সকলেই এই নামটার সাথে পরিচিত হয়ে থাকবেন। কারণ, খুব কম সময়ের মধ্যেই বিপুল জনপ্রিয়তা লাভ করেছে এই বাচ্চাটি। আর এবার সেই জনপ্রিয়তার জোরেই সে পৌঁছে গেল ‘দিদি নাম্বার ওয়ান’এর মঞ্চে।
আসলে ‘দিদি নাম্বার ওয়ান’এর মঞ্চে মহিলা ছাড়াও অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকেও নিয়ে আসা হয়। সেরকমই এই এপিসোডটিতে সেলিব্রেটি বাচ্চারা এসেছিল তাদের মায়ের সাথে। ফুগলাও তার মায়ের সাথে উপস্থিত হয়েছিল এই মঞ্চে। সেখানে এসে জানা গেল তার জীবনের নানান অজানা কথা। পাকা পাকা কথা বলে সে মঞ্চ মাতিয়ে তুলেছিল।
রচনা ব্যানার্জি তাকে নামতা জিজ্ঞাসা করলে সে বলে সে এখনো নামতা পড়েনি। সবেমাত্র একে চন্দ্র, দুইয়ে পক্ষ শিখছে। যদিও সাতে কী হয় তা বলতে পারেনি। এছাড়াও সে বলে তার বাবা নাকি খুবই দুষ্টু। কারণ, তার বাবা যত লেখে সকলেই তাকে ১০০ টাকা করে দিয়ে যায়। এছাড়া সে ভাবে তার মা পড়ালেখা জানে না, তাই মায়ের কাছে পড়তে বসে না সে।
এছাড়া তার বাবা নাকি তাকে বেশি ভালোবাসে কারণ তার বাবা আর তাকে একইরকম দেখতে। এসব দেখে দর্শকেরা হাসি থামাতে পারেননি। উল্লেখযোগ্য, সোশ্যাল মিডিয়ার দৌলতে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল ফুগলা। গৃহশিক্ষিকার কাছে পড়তে বসার সময় কান্নাকাটি করে নানান কথা বলতে থাকে সে। যে ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।