বিনোদন

“কোন‌দিন সুখী হ‌ওনি, তাই না?” নুসরতকে প্রশ্ন অভিনেতা আবিরের

Advertisement
Advertisement

ফের লাইমলাইটে সাংসদ-অভিনেত্রী নুসরত। তবে এবার রাজনৈতিক বা ব্যক্তিগত কারণ নয়; এই টলি সুন্দরী শিরোনামে তাঁর নতুন ছবির জন্য। বাঙালীর হার্টথ্রব আবির চট্টোপাধ্যায়ের সাথে জুটি বেঁধে ব্রাত্য বসুর ‘ডিকশনারি’তে দেখা যাবে অভিনেত্রীকে। বিশিষ্ট অভিনেতা ও মন্ত্রী ব্রাত্য বাবুর এই ছবি তুলে ধরবে দাম্পত্য সম্পর্কের জটিল আখ্যান। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক ও টিজার। ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার মাঝেই কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী নুসরত জাহান। 

ছবিতে আবির অভিনয় করেছেন পুরুলিয়ার বন বিভাগের এক আধিকারিকের চরিত্রে। তার চরিত্রের নাম অশোক সান্যাল। স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে সংসার তার। আবিরের স্ত্রী মিসেস স্মিতা স্যানালের ভূমিকায় অভিনয় করছেন নুসরত। তাঁদের দাম্পত্য জীবনের মাঝে রয়েছে ত্রিকোণ প্রেমের রসায়ন। ‘সম্পর্কের অজানা অভিধান’-এর বর্ণনায় নুসরতের প্রেমিকের চরিত্রে অর্ণ মুখোপাধ্যায়। অভিনেত্রী হিসেবে অন্যরকম চরিত্রে নুসরত অভিনয় করেছেন ছবিতে। প্রসঙ্গত সাংসদ হওয়ার পর ‘ডিকশনারি’ নুসরতের তৃতীয় ছবি।

ব্রাত্য বসুর এই ছবিতে এই দুই অভিনেতা-অভিনেত্রী ছাড়াও অভিনয় করেছেন বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা মোশারফ করিম। পৌলমী বসু, মধুরিমা বসাক রয়েছেন বিশেষ ভূমিকায়। পরিচালনার পাশাপাশি ছবিতে অভিনয়ও করেছেন পরিচালক। ছবির অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী নুসরত আগেই জানিয়েছেন, ‘ছবির চিত্রনাট্য আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আর সেই কারণেই এই ছবির জন্য হ্যাঁ বলা। আমার আগের ছবি ‘অসুর’-এ আবির ও আমার রসায়ন দর্শকদের পছন্দ হয়েছিল। এই ছবিতেও দর্শকরা এই জুটিকে ভালোবাসবেন বলেই আমার মনে হয়। আবিরের সঙ্গে কাজ করাটা সবসময়ই মজাদার।’

বুদ্ধদেব গুহর দুটি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। দুই ভাগের ছবি ‘ডিকশনারি’র প্রথমভাগে অভিনয় করেছেন পৌলমী বসু এবং বাংলাদেশের মোশারফ করিম। দ্বিতীয়ভাগে দেখা যাবে আবির-নুসরতকে। ছবির টিজার ইতিমধ্যেই সাড়া ফেলেছে। টিজারে অশোক স্যানালকে দেখা গেল তাঁর সহধর্মিনীকে প্রশ্ন করতে, ‘কোনদিন সুখী হওনি, তাই না?’ গল্প বলছে স্বামী-স্ত্রীর বয়সের বিস্তর ফারাকের জেরে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠেনি অশোক আর স্মিতার মধ্যে। অসুরের পর ফের একবার স্বামী-স্ত্রীর ভূমিকায় আবির-নুসরত। ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’ প্রোডাকশনের এই সিনেমা শেষমেশ কেমন হলো, তা জানা যাবে রিলিজের পর হলে গিয়ে। 

Related Articles