শুটিং সেটে ভয়ানক আগুন, একটুর জন্য প্রাণে বাঁচলেন ‘রাঙা বউ’ সহ ‘মিঠাই’ তারকারা!

ভয়ানক দুর্ঘটনা সিরিয়াল সেটে, একটুর জন্য প্রাণে বাঁচলেন ‘রাঙা বউ’, ‘মিঠাই’ তারকারা। এনটিওয়ান স্টুডিও (NT1 Studio)-র পর এবার ভয়াবহ দুর্ঘটনা ঘটল ভারত লক্ষ্মী স্টুডিও (Bharat Laxmi Studio)-তে। হঠাৎ করেই আগুন লেগে যায় ভারত লক্ষ্মী স্টুডিওতে। যে স্টুডিওতে ‘মিঠাই’ (Mithai), ‘রাঙা বউ’ (Ranga Bou)-এর মতো আর অন্যান্য সিরিয়ালগুলিরও সেট রয়েছে। তবে ঠিক সময়ে দমকল কর্মী না আসলে আগুনে ভষ্মীভূত হয়ে যেত ওই স্টুডিও। তবে স্টুডিওর ভেতর কেউ কি ছিল? কারো কি কোনো ক্ষতি হয়েছে?
সূত্রের খবর, বছরের প্রথম দিন হওয়ায় স্টুডিওতে সেরকম কেউ ছিলনা। তবে জানা গেছে ওই সময়ে শুটিং চলছিল ‘রাঙা বউ’ (Ranga Bou) সিরিয়ালের। তবে অভিনেতা গৌরব রায়চৌধুরী জানিয়েছেন দ্রুত অগ্নি নির্বাপনের ব্যবস্থা করা হয়েছিল বলে সেরকমভাবে কারো কোনো ক্ষতি হয়নি। কিন্তু কিভাবে লাগল এই আগুন? খবর রয়েছে প্রিন্স আনোয়ার শাহ রোডে নবীনা সিনেমার পাশে অবস্থিত ভারত লক্ষ্মী স্টুডিও। স্টুডিও পার্কিং লাগোয়া রয়েছে একটি গোডাউন। আর সেই গোডাউনেই প্রথম আগুন লাগে বলে জানা গেছে।
তবে দমকল কর্মীরা জানিয়েছেন, মূলত ইলেকট্রিক রুম থেকেই এই আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে। যা এই আগুনের লেলিহান শিখা বুঝিয়ে দিচ্ছে। ঠিক সময়ে দমকল কর্মী না এলে কত ভয়ঙ্কর যে বিপদ ঘটতো তা ধারণার বাইরে। তবে এই ভয়াবহ দুর্ঘটনার খবর শুনে সেখানে হাজির হয় ‘রাঙা বউ’ অভিনেত্রী শ্রুতি দাস (Sruti Das) এবং তাঁর সহকর্মীরা। খোঁজ খবর নেন সেখানকার পোষ্য এবং মানুষজনের কারো কোনো ক্ষতি হয়েছে কিনা। তবে এই ভয়ঙ্কর পরিস্থিতি ঠিক সময়ে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল বলে সেরকম ভাবে কারো কোনো ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।
এর পাশাপাশি অভিনেত্রী শ্রুতি দাস জানিয়েছেন, সাংঘাতিক ঘটনা, ঠিকঠাক সময়ে জল দেওয়া না হলে স্টুডিওটা পুড়োটাই পুড়ে যেতে পারত।সর্বপ্রথম সোশ্যাল মিডিয়ায় ভারত লক্ষ্মী স্টুডিওতে এই আগুন লাগার খবর দেন অভিনেতা হিরোজিত চট্টোপাধ্যায় (Hirojit Chatterjee)। এছাড়াও ‘রাঙা বউ’ সিরিয়ালের অভিনেতা প্রীতম দাস (Pritam Das) সেই আগুন লাগার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন। তবে এদিন আগুন লেগেছিল ‘মিঠাই’ ফ্লোর-এর সামনে। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েন ‘মিঠাই’ ভক্তরা।