শাহরুখের বাঁ হাতে জ্বলজ্বল করছে নতুন নীল ঘড়ি, দাম জানলে ভিরমি খাবেন!
একজন আল্টিমেট হ্যান্ডসাম অন্যজন লাস্যময়ী সুন্দরী। ‘পাঠান’ ছবিতে শাহরুখ দীপিকার জুটি রক। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে পাঠান দুজনের রসায়ন বড় পর্দা কাঁপিয়ে দিয়েছে। কিন্তু অনস্ক্রিন রোমান্স শেষ হলেও রোমান্স কিন্তু শেষ হচ্ছেনা অফস্ক্রিনে। দর্শকরা এখন বুদ হয়ে রয়েছেন শাহরুখ দীপিকার নয়া রসায়নে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কিং খানকে রূপচর্চার পাঠ পড়াচ্ছেন দীপিকা। ক্লিনজিং তারপর ধীরে ধীরে ত্বকের যত্ন নেওয়ার ধাপ সবটাই বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী। এমন যত্ন করলে সেই ভিডিওতো ভাইরাল হবেই! তবে ভিডিওর সাথেই এদিন চোখ আটকালো শাহরুখ খানের ঘড়িতে। ভিডিওটি আসলে ছিল দীপিকার নতুন স্কিন কেয়ার ব্র্যান্ডের 82° E এর প্রচার।
সেখানে দীপিকার রূপটান টিপস তো নজর কেটেছে সাথেই নজর কেড়েছে শাহরুখ খানের হাতে থাকা নীল রঙের ঘড়ি। একটি বেনামি ফ্যাশন ব্লগিং instagram account diet সব্যতে এই ঘড়ির কথা উঠে আসে যেখানে জানা গেছে তার ঘড়িটি নাম করা সুইস ব্যান্ড অডেমার্স পিগুয়েটের। এটি একটি royal ওক পারপেচুয়াল ক্যালেন্ডার ঘড়ি আর এর দাম শুনলে চোখ কপালে উঠবে।
#SRK doing a skincare routine is the most adorable thing you'll see today🥹❤️
Book your tickets now to watch him in an action packed avatar in #Pathaan:https://t.co/z4YLOG2NRI | https://t.co/lcsLnUSu9Y@iamsrk @deepikapadukone#ShahRukhKhan #DeepikaPadukone #JohnAbraham #YRF50 pic.twitter.com/3LCDxY57UJ
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) February 9, 2023
কিং খানের হাতে থাকা এই ঘড়িটির দাম ৪.৯৮ কোটি টাকা। তবে এই দামের ঘড়ি তার কাছে জলভাত। তিনি বলিউডের বাদশা, কয়েকদশক ধরে তার জনপ্রিয়তা টলাতে পারেনি কেউ। এমন রাজকীয় ঘড়ি বা রাজকীয় জীবনযাত্রা তাকে ছাড়া আর কাকেই বা মানাতে পারে! 200 কোটির মন্নত থেকে দামি নামি গাড়ি কার্যত মুম্বাই শহরের বাদশাই তিনি।