চোখের জলে নয়, কেক কেটে ‛বালিঝড়’-কে বিদায় জানালেন তৃণা-কৌশিক-ইন্দ্রাশিষ

মাত্র দুইমমাস আগে টেলিভিশনের পর্দায় হাজির হয়েছিল ধারাবাহিক ‘বালিঝড়’। এই৷ ধারাবাহিকে ফের জুটি হিসেবে দেখা গিয়েছিল তৃনা (Trina Saha) ও কৌশিককে (Koushik Roy)। এর আগে এই জুটিকে দেখা গিয়েছিল ‘খড়কুটো’ ধারাবাহিকে। আর তারপর থেকে তাদের খুনসুটি দর্শকদের কাছে প্রিয় হয়ে যায়। তবে কোনো একসময় গিয়ে তাল কাটে ধারাবাহিকের৷ শেষ হয়ে যায় ‘খড়কুটো’। তারপর বেশ কিছুদিনের বিশ্রামের পর ফের এই জুটি ফিরে আসে টেলিভিশনের পর্দায়।
তবে ধারাবাহিক হার মানল টিআরপি-এর কাছে। টিআরপি না থাকায় মাত্র দুই মাসের ব্যবধানে বিদায় নিতে হল ”বালিঝড়’ ধারাবাহিককে। শেষ হল ধারাবাহিকের শ্যুটিং। কানাঘুষো শোনা যাচ্ছিল শেষ হতে পারে এই ধারাবাহিক। এবার সেই জল্পনা সত্যি হল। লীনা গাঙুলির হাত ধরে ফের ছোটো পর্দায় ফিরেছিল জুটি। কিন্তু টআরপি বাঁধ সাধল। তবে তাতে মোটেই মন খারাপ নয় ধারাবাহিকের কলাকুশলীদের।
বরং কেক কেটে আনন্দের সঙ্গে শেষ হল এই ধারাবাহিক। সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন তৃণা। ওই ভিডিওতে ঝোড়া, মহার্ঘ্য ও স্রোত তিনজনকে দেখা যাচ্ছে। তৃণা কেক কেটে সকলকে খাইয়ে দিচ্ছেন। তাদের তিনজনকে বেশ খুনসুটি করতেও দেখা গিয়েছে।
ভিডিওটি পোস্ট করে তৃণা লিখেছেন, “এই যাত্রাটি সত্যিই ছোট ছিল। কিন্তু এটার মূল্য অনেক। এটির প্রয়োজনও ছিল। এত অল্প সময়ের মধ্যে ‛তৃষিক’কে অনেক ভালোবাসা ঢেলে দেওয়ার জন্য ধন্যবাদ। নিরন্তন সমর্থন থাকার জন্য আপনাদের ধন্যবাদ। বালিঝড় বিদায় নিচ্ছে”। আগামীতে ‘বালিঝড়’-এর জায়গায় সম্প্রচারিত হতে চলেছে সব্যসাচী চৌধুরীর নতুন ধারাবাহিক ‘রামপ্রসাদ’।