চতুর্থ বিয়ের গুঞ্জনের মাঝেই পরিচালকের সঙ্গে আসল সম্পর্ক ফাঁস করলেন শ্রাবন্তী!

একাধিক সম্পর্কে জড়ানো এরপর তার ভাঙন এবং ফের সম্পর্কে জড়ানো নিয়ে টলি পাড়ার একজনরেই নাম বারংবার সংবাদমাধ্যমে উঠে আসছে। তিনি হলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। একের পর এক ছবিতে অভিনয় করলেও তার ব্যক্তিগত জীবন নিয়েই মানুষ বেশি চর্চা করেন। তার ব্যক্তিগত জীবন যেনো সিনেমার মতো টুইস্টে ভরা। প্রতি পাতায় পাতায় যেনো চমক রয়েছে।
আর এই কারণে একের পর এক বিতর্কে নাম জড়িয়েছে অভিনেত্রীর। সম্প্রতি শ্রাবন্তীর নাম জড়িয়েছে এক পরিচালকের সঙ্গে। শোনা যাচ্ছে তারা মাঝেমধ্যে ডেট করছেন। একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন সেটিও নজর এড়িয়ে যায়নি কারোর। আর এখানেই বেশ বিরক্ত অভিনেত্রী। এবার শ্রাবন্তীর সঙ্গে নাম জড়ালো টলিউডের পরিচালক শুভজিত মিত্রের নাম।
পরিচালক শুভজিত মিত্রের একটি ছবিতে শ্রাবন্তীকে দেখা যাবে। ‘দেবী চৌধুরানী’-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর এরই মাঝে শ্রাবন্তীকে ঘনঘন পরিচালকের সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে। এবার অভিনেত্রীর নামে কুৎসার সমস্ত জবাব তিনি দিলেন এক সংবাদমাধ্যমের দ্বারা।
তিনি জানান, তিনি মোটেই পরিচালকের সঙ্গে ডেটে যাননি। তিনি শুভজিত মিত্রকে ‘দাদা’ ডাকে সম্বোধন করেন। তাই তাদের নিয়ে তৈরি হওয়া গুঞ্জন নিয়ে বেশ বিরক্ত অভিনেত্রী। শোনা যাচ্ছে, বেশ বড় বাজেটের ছবি হতে চলেছে এটি। মোট ৬টি ভাষায় মুক্তি পাবে এই ছবিটি। এই ছবিতে ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।