অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন শান্টু ও পূর্ণা, নেটদুনিয়ায় শুভেচ্ছার বন্যা

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল খেলাঘর, ধারাবাহিক শুরুর পরেই উঠে এসেছে সেরা দশের টি আর পি তালিকায়। এই ধারাবাহিকে উঠে এসেছে এক বিলেত ফেরত বড়ো লোক বাড়ির মেয়ে পূর্ণা এবং এক বস্তিতে থাকা রাজনৈতিক গুন্ডা সান্টুর প্রেমের গল্প।
গল্পের শুরুতেই দেখা যায় বিত্তশালী পরিবারের আদরের মেয়ে পূর্নার বিয়ের আয়োজন, পরিবারের দেখা সুপাত্রের সাথে বিয়ের আয়োজন চলছিলো পুর্নার, সেই মুহুর্তে ভাগ্যের ফেরে গল্পের নায়ক সান্টুর সাথে দেখা হয় গল্পের নায়িকা পুর্ণার, কথা কাটাকাটির জেরে পূর্ণার কপালে সিঁদুর পরিয়ে দেয় সান্টু। এর পরেই ঘুরে যায় গল্পের মোড়।
সান্টুর সাথে বস্তিতে এসে থাকতে শুরু করে পূর্ণা, আর আসতে আসতে ভালো বাসতে শুরু করে সান্টু কে, সান্টু গুন্ডার ভেতরের ভালো মানুষটাকে চিনতে পারে পূর্ণা । পূর্ণা জানতে পারে পরিস্থিতির চাপে পড়েই মেধাবী সান্টু পরিণত হয়েছে সান্টু গুন্ডায় । এরপরই সান্টুকে বদলানোর পন নেয় সে, সান্টুও পূর্ণার ভালোবাসাতে ধীরে ধীরে বদলাতে শুরু করে, ভালো মানুষ হয়।
অবশেষে সান্টু আর পূর্ণা আবার বিয়ের মণ্ডপে। প্রথমবার তাদের বিয়ে কোনো নিয়ম ছাড়া হলেও এবার সম্পূর্ন বাঙালি রীতি মেনে হচ্ছে সান্টু পূর্ণার বিয়ে। আর সিরিয়ালে সান্টু পূর্ণার শুভ পরিণয় এর সেই ভিডিও এখন ভাইরাল। নতুন জীবন শুরু করছে সান্টু পূর্ণা বিয়ের পর কেমন হবে তাদের আগামী জীবন জানতে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় ঠিক সন্ধ্যে ৬ টায়।