সৌন্দর্যে দিদি শ্রদ্ধাকেও ক্লিন বোল্ড করবে বোন পলোমা! দেখলে চোখ ফেরাতে পারবেন না

Advertisement

বলিউডের প্রবীণ অভিনেতাদের মধ্যে একজন জনপ্রিয় অভিনেতা হলেন শক্তি কাপুর (Shakti Kapoor)। তিনি বেশিরভাগ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন। প্রচুর ছবিতে তিনি অভিনয় করেছেন। তারই মেয়ে হলেন শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)। বলিউডে তিনি স্টার কিড হলেও সেই ট্যাগ নিজেকে মাখতে দেননি। বরং একের পর ছবিতে দারুণ অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী।

Advertisements

Advertisements

তবে আজকের প্রতিবেদন শ্রদ্ধাকে নিয়ে নয়, আজকের প্রতিবেদন তার বোন পলোমা থাকেরিয়া ধিলোনকে নিয়ে। এটি ঠিক যে শ্রদ্ধার কোনো নিজের বোন নেই। পলোমা হলেন তার মাসতুতো বোন। বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী হলেন পুনম ধিলোন। তিনি হলেন শ্রদ্ধা কাপুরের মাসি। তারই মেয়ে হলেন পলোমা থাকেরিয়া ধিলোন।পলোমা প্রথমেই বলিউডে প্রবেশ করতে চাননি। তার খেলাধুলার প্রতি আকর্ষণ ছিল।

কিন্তু অবশেষে তিনি তার মা ও দিদির দেখানো পথেই হাঁটলেন। খুব শীঘ্রই বলিউডে প্রবেশ করতে চলেছেন পলোমা৷ ১৯৯৪ সালে সাত পাকে বাঁধা পড়েন পুনম ও অশোক থাকেরিয়া। কিন্তু বেশিদিন তাদের সম্পর্ক স্থায়ী হয়নি। স্বামী পরকিয়ায় জড়িয়ে পড়ার পর তার সঙ্গ থেকে বিচ্ছেদ নেন পুনম। এরপর দুই সন্তান পলোমা ও অনমোলককে একা হাতে মানুষ করেন।

ইতিমধ্যে পলোমা জিতে নিয়েছেন ‘মিস ইন্ডিয়া’ খেতাব। শীঘ্রই রাজশ্রী ফিল্মস্-এর হাত ধরে বলিউডে পা রাখবেন পলোমা। ছবিতে তার সঙ্গে দেখা যাবে সানি দেওলের পুত্র রাজবীর দেওলকে। ছবি পরিচালনা করবেন অবনীশ বরজাতিয়া। শীঘ্রই ছবির শ্যুটিং-এর কাজ শুরু হতে চলেছে।

Related Articles