ইন্টারনেটে ঝড় তুলেছে Aunty Ka PG, প্রাইভেসি লুকিয়ে দেখতে হবে এই ওয়েব সিরিজ

Advertisement

আজকাল মানুষ এতটাই ব্যস্ত যে, অনেকটা সময় ধরে এক জায়গায় বসে কোন সিনেমা দেখা বা সন্ধ্যেবেলা ঘরে বসে সিরিয়াল দেখা ইত্যাদি আর হয়ে ওঠেনা। এখন মানুষ পছন্দ করে অল্প সময়ের মধ্যে সেরে ফেলা যায় এমন সব কাজ। আর সেই জন্যই সিনেমা, সিরিয়ালের থেকে বেশি পছন্দ করছেন ওয়েবসিরিজগুলিকে। খুব অল্প সময়ের মধ্যে নানা আঙ্গিকের গল্পকে সুন্দর ভাবে তুলে ধরা হয় এই ওয়েব সিরিজগুলির মাধ্যমে।

Advertisements

এই ওয়েবসিরিজগুলি সব প্লাটফর্মে পাওয়া যায় না। বাংলা ও হিন্দি ওয়েবসিরিজগুলোর জন্য রয়েছে – হইচই (Hoichoi), অ্যামাজন প্রাইম (Amazon Prime), নেটফ্লিক্স (Netflix) ইত্যাদি। এই সমস্ত প্লাটফর্ম ছাড়া বর্তমান যুব সমাজের কাছে যে সমস্ত প্লাটফর্ম বেশি জনপ্রিয়, সেগুলি হল – কোকু (Koku), প্রাইম শটস্ (Prime Shots), উল্লু (Ullu)। এর একটি বিশেষ কারণ হল – এই সমস্ত প্লাটফর্মে শুধুমাত্র অ্যাডাল্ট ওয়েব সিরিজ প্রকাশিত হয়। যা দেখে মন বিচলিত হয়ে যায় তরুণ-তরুণীদের।

Advertisements

উক্ত তিনটে প্ল্যাটফর্ম ছাড়া আরেকটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হলেও সিনেপ্রাইম (Cine Prime)। সিনেপ্রাইমেও বেশ ভালো ভালো অ্যাডাল্ট ওয়েব সিরিজ পাওয়া যায়, যেগুলিতে ঘনিষ্ঠ দৃশ্য, সাহসী দৃশ্য সব ভরপুর থাকে। গত ১০ ই মার্চ যে ওয়েব সিরিজটি রিলিজ হয়েছিল সেটি হল ‘আন্টি কা পিজি’ (Aunty Ka PG)। বিপুল পরিমাণ দর্শকদের কাছে পৌঁছয় এটি।

গল্পের মধ্যে রয়েছে একদিকে যেমন সাসপেন্স অন্যদিকে তেমন কমেডি। কিন্তু গল্পটিকে আকর্ষণীয় করে তুলেছে প্রতিটি মুহূর্তে ভরে ভরে থাকা অন্তরঙ্গ দৃশ্য। এমনকি বিছানা গরম করা কিছু দৃশ্য দেখলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। তাই এ সমস্ত অ্যাডাল্ট ও বোল্ড সিন দেখে একটু বেশি পছন্দ করেছে ‘আন্টি কা পিজি’ নামক ওয়েবসিরিজটিকে।

Related Articles