মাত্র পাঁচ মিনিটের জন্য পাঁচ কোটি দাবি তামান্নার!

Advertisement

বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বেশ কিছু তাবড় তাবড় অভিনেতা রয়েছেন, যাদের পারিশ্রমিক অনেকটাই বেশি। এর পেছনে বড় কারণ হচ্ছে তাদের অত্যাধিক জনপ্রিয়তা এবং তাদের অভিনীত বেশি সংখ্যক সুপারহিট সিনেমা। তবে নায়কদের পারিশ্রমিক বেশি হলেও তাতে খুব একটি ফারাক পড়ে না কারোরই। কিন্তু যদি হঠাৎ করে নায়িকারা বেশি পারিশ্রমিক দাবি করেন, সেক্ষেত্রেই পড়ে যায় হইচই।

Advertisements

দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার (Tamanna Bhatia) সাথেও ঠিক এমনটা হয়েছে। যদিও তামান্না ভাটিয়া একা নন, এর আগে দীপিকা পাডুকোন যখন একজন অভিনেতার থেকে বেশি পারিশ্রমিক দাবি করেছিলেন। সেই সময় তাকে নিয়ে হাজারো সমালোচনা ও কুমন্তব্য করা হয়েছিল। ঠিক একই রকম ঘটনাটি ঘটেছে এবার তামান্না ভাটিয়ার সাথে। দক্ষিণী মেয়ে তামান্না ভাটিয়া বলিউড এবং দক্ষিণে সমান ভাবে কাজ করে যাচ্ছেন।

Advertisements

কিছুদিন আগে আইপিএলের (IPL 2023) উদ্বোধন মঞ্চেও তাকে দেখা গিয়েছিল। এছাড়া মাস্টারশেফের সঞ্চালনাতেও তিনি অসাধারণ পারফরমেন্স দেখিয়েছিলেন। যদিও ‘বাহুবলি; দা কনক্লিউশন’ এষতার সাথে নাকি নোংরা রাজনীতি খেলা হয়। তার অনেক ভালো ভালো অভিনয়ের অংশ কেটে এসএস রাজমৌলী তাকে অন্য আঙ্গিতে পেশ করেন সিনেমাতে। যার ফলে অনস্কিনে তার কাজ অনেকটাই কম গুরুত্বহীন দেখায়।

এবাল শোনা যাচ্ছে, অনিল রবিপুডু (Anil Ravipudu) পরিচালিত ‘এনবিকে 108’ নামক একটি দক্ষিণী সিনেমায় আইটেম ডান্সার হিসেবে ডাক পান তমন্না। নন্দামুরি বালকৃষ্ণ (Nandamuri Balkrishna) এই ছবির প্রধাণ চরিত্রে আছেন। আইটেম ডান্স করতে নাকি তিনি পাঁচ কোটি চেয়ে বসেন। এমনকি এই পারিশ্রমিক শুনে নাকি অনিল রবিউল পিছিয়ে আসতে বাধ্য হন।

এইসব কথা শুনে যথেষ্ট ক্রুদ্ধ হন তামান্না। তিনি জানান যে, তাকে নিয়ে সম্পূর্ণ গুজব রটানো হচ্ছে। তিনি এত টাকা পারিশ্রমিক দাবি করেননি। এছাড়া অনিল ও নন্দামুরি দুজনেই তার অত্যন্ত পছন্দের ও শ্রদ্ধার ব্যাক্তি। তাই তাদের সাথে কাজ করার সুযোগটাই তার কাছে অনেক বড় পাওয়া। তিনি তার ভক্তদের তাকে নিয়ে রটা কোন গুজবে কান দিতে নিষেধ করেছেন। খুব শীঘ্রই এবার মালায়ালাম সিনেমাতেও কাজ করতে দেখা যাবে তামান্নাকে। এছাড়া ‘লাভস্টোরি সিজন টু’ ওয়েব সিরিজও থাকছেন তিনি।

Related Articles