দিব্যা ভারতীর অকাল প্রয়াণে ভাগ্য খুলে যায় এই নায়িকার, রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন

Advertisement

বলি ইন্ডাস্ট্রির এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন দিব্যা ভারতী (Divya Bharti)। যিনি খুব কম বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন। বলা যায় প্রযোজকরা তাঁকে চলচ্চিত্রে কাজ করানোর জন্য তাঁর বাবা-মার কাছে অনুমতি চান। সেই অনুযায়ী ১৬ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন দিব্যা। তবে অভিনয় জগতে জায়গা ধরতে তাঁর যেমন বেশি সময় লাগেনি তেমন সেই জায়গা ছাড়তেও তাঁর বেশি সময় লাগেনি।

Advertisements

অভিনয় জগতে আসার পর থেকে বলা যায় পিছন ফিরে তাকাতে হয়নি দিব্যা (Divya)-কে। তিনি একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তবে হঠাৎ করেই মৃত্যু হয় অভিনেত্রী দিব্যা ভারতীর। কর্পূরের মতো উড়ে যান তিনি।

Advertisements

তবে তিনি এতটাই জনপ্রিয় অভিনেত্রী ছিলেন যে ছবির নির্মাতারা তাঁকে ছবিতে অভিনয় করানোর জন্য আগে থেকেই চুক্তিবদ্ধ করে রাখতেন। সেরকমই একটি ছবি হল ‘মোহরা’ (Mohra)। যে ছবিতে নায়িকা হিসেবে রয়েছে রবীনা ট্যান্ডন (Raveena Tandon)। তবে অনেকেই জানেন না এই ছবিতে প্রথম নায়িকা হিসেবে পরিচালক রাজিব রায় পছন্দ করেছিলেন দিব্যা (Divya)-কে। কিন্তু হঠাৎ করেই অভিনেত্রী দিব্যা ভারতীর মৃত্যু অবাক করে দেয় সকলকে।

জানা যায়, এই ‘মোহরা’ (Mohra) ছবিতে অভিনেত্রী দিব্যা বেশ কিছু দৃশ্যে শুটিংও করেছিলেন। কিন্তু পরবর্তীকালে তাঁর মৃত্যুতে সেই ছবির কাজ বন্ধ হয়ে যায়। তারপরে পরিচালক রাজিব রায় (Rajib Ray) অন্য নায়িকার খোঁজ করেন। আর তখনই তিনি নায়িকা হিসেবে রবীনা ট্যান্ডনকে পান। তাঁর সাথে চুক্তিবদ্ধ করে এই ছবি তৈরি করেন।

তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন এসে বাজিমাত করে দেন রবীনা ট্যান্ডন (Raveena Tandon)। প্রথম ছবিতেই দুর্দান্ত অভিনয় করে দর্শকের মন জয় করেন তিনি। এছাড়াও ‘দিলওয়ালে’ (Dilwale) ছবিতেও নজর কাড়া অভিনয় দেখা যায় রবীনার। তবে প্রথম ছবিতে অভিনয় করার পর অভিনেত্রী রবীনা ট্যান্ডনের জনপ্রিয়তা শীর্ষে পৌঁছায়। ১৯৯৪ সালে এই ‘মোহরা’ ছবি মুক্তি পায়। যা সেই বছরে সর্বোচ্চ আয়কারী ছবি ছিল। এই ছবির পর একাধিক ছবির জন্য প্রস্তাব আসে রবীনার কাছে। ফলে তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। দিব্যা ভারতীর মৃত্যুর পর তাঁর কপাল খুলে যায়।

Related Articles