আর কোন রাখঢাক নয়, প্রেমদিবসের আগেই সুহত্রকে ‘লাভ লেটার’ লিখলেন দিতিপ্রিয়া!
খুল্লম খুল্লম প্যায়ার কারেঙ্গে হাম দোনো…হ্যা এই গানকেই যেন নিজের জীবনের অংশ করে নিয়েছেন দিতিপ্রিয়া রয়। ভালোবাসার মাসের নিজেকে ভালোবাসার রঙে মুড়িয়ে নিয়েছেন আর সেকথা ইজহার করতেও বাকি রাখছেন না। কারণটা কি! এই যে বিশেষ বন্ধু পিঠে চেপে খুনসুটির করার পর এবার একেবারে লাভ লেটার লিখতে বসলেন অভিনেত্রী! ফেব্রুয়ারি মাস, ভালোবাসার মাস আর এমন ভালোবাসার মৌসুমে শুরু থেকেই চর্চায় দিতিপ্রিয়া রায়ের প্রেম।
এই মুহূর্তে পর্দার রাণীমা আর সুহোত্র মুখোপাধ্যায়ের চর্চিত প্রেম গসিপ এর হট টপিক স্টুডিও পাড়ায়। আর হবে নাই বা কেন নিজের মুখে যে আভাস দিচ্ছেন সে কথার। আসলে কিছুদিন আগেই এই অভিনেতার সাথে একটি আদুরে ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছিলেন “এটা অফিশিয়াল।” তারপর থেকেই চর্চা ছড়িয়েছে দাবানলের মত। আর দিতিপ্রিয়ার পরবর্তী পোস্টের পর সেই গুঞ্জন আরো বাড়লো।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন দিতিপ্রিয়া রায় যেখানে দেখা গেছে ফোন ঘাটতে ঘাটতে হঠাৎই আনমনে হাতে কাগজ কলম তুলে নিয়ে চিঠি লিখতে বসলেন তিনি। বর্তমানে তো চিঠির যুগ নেই-ই সেখানে চিঠি কার জন্য হতে পারে তা কি অনুমান করা খুব কঠিন! নেটিজেনদের মতে এটাও এক সংকেত দিয়েছেন দিতিপ্রিয়া রায়। যদিও আভাস দিলেও রহস্য বজায় রাখছেন তিনি।
সম্পর্কের গুঞ্জনের সত্যতা নিয়ে মুখে কুলুপ এটে রয়েছেন দুজনেই। অপরদিকে এও শোনা যাচ্ছে এই অভিনেতা অভিনেত্রী একসাথে ফের অভিনয় করবেন একটি ওয়েব সিরিজে। হইচইতে সম্প্রচারিত হতে চলা সিরিজটির নাম “ডাকঘর”। সেখানেই চুটিয়ে প্রেম করতে দেখা যাবে তাদের। তাই এইসব ছবি প্রচারের অঙ্গ মাত্র নাকি এর মধ্যে রয়েছে সত্যতা! এই উত্তর সময় দেবে।