Ditipriya Roy: বাংলার নববর্ষ নিয়ে নিজের দুর্বলতা ফাঁস করলেন দিতিপ্রিয়া!

Advertisement

Ditipriya Roy: বাংলা নববর্ষ মানেই বাঙালীদের জন্য অন্যরকম আবেগ। নববর্ষ মানে হালখাতা, পেট ভরে মিষ্টি খাওয়া। এছাড়াও রয়েছে নতুন জামা-কাপড় পরে বিভিন্ন দোকানে ঘুরে বেড়ানো। এই দিনটিকে মানুষ কীভাবে উদযাপন করবেন তা নিয়ে অনেক আগে থেকেই পরিকল্পনা করে রাখেন সকলে। ব্যতিক্রমী নন জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়! সম্প্রতি জানালেন কীভাবে এই দিনটি কাটাবেন তিনি।

Advertisements

টলিউড ইন্ডাস্ট্রিতে এই অভিনেত্রীকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। খুব কম বয়সে ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। ‘রানী রাসমণি’ ধারাবাহিকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী। এরপর পা রাখেন বড়োপর্দায়। ইতিমধ্যেই বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।

Advertisements

এছাড়াও রয়েছে ওয়েব সিরিজের কাজ। তবে কাজের পাশাপাশি নিজের জন্যও খানিকটা সময় তুলে রাখেন দিতিপ্রিয়া। তাইতো এবার নববর্ষ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন একটি সাক্ষাৎকারে। তার মতে, ‘বাংলা নতুন বছরের শুরু মানেই নতুন কিছু থাকছে। ছোটবেলায় বাবা-মায়ের হাত ধরে আমি বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে হালখাতা করতাম।’

পাশাপাশি তিনি আক্ষেপের সুরে বলেন, ‘এবার নববর্ষের দিনে ছুটি নেই। তারমধ্যে চলতি বছর কাজের প্রচুর চাপ রয়েছে। আমি সেদিন সকাল থেকে ডাবিং করবো। এরপর যেতে হবে সুদীপ্তা চক্রবর্তীর অ্যাকাডেমীতে। ওরা খুব সুন্দরভাবে জিনিসটা আয়োজন করছে। সবাই মিলে ঘুরে বেড়াবো, মজা করবো। তবে এর মধ্যে আমি মায়ের হাতের রান্নাটা মিস করবো।’

Related Articles