প্রেমে হাবুডুবু খাচ্ছেন দিতিপ্রিয়া! টলিউডের এই নায়কের কাঁধে চড়ে রাস্তায় ঘুরছেন ‘রানীমা’
ফেব্রুয়ারি মাস দোরগোড়ায়.. শীতের শেষ মানেই ভালোবাসা ওমে জড়িয়ে ধরার সময়। ফ্রেব্রুয়ারী মানেই ভালোবাসার মাস, প্রেমের শুরু। আর ভালোবাসার মিষ্টি সুবাস ইতিমধ্যে ছড়িয়েছে টলিপাড়ায়। কারণ ভালোবাসার স্বীকারোক্তি করেই ফেলেছেন দিতিপ্রিয়া রায়। হ্যাঁ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট ইঙ্গিত দিলো এ যেন ভালোবাসার মরসুম। দিতিপ্রিয়া রায়, যীশু সেনগুপ্তের মেয়ে সেজে অভিনয় করেছিলেন অপরাজিত সিরিয়ালে।
সেই শিশুশিল্পী হিসাবে অভিনয়ে হাতেখড়ি। কিন্তু কে জানতো এই মেয়ে টেলিভিশন স্টার হয়ে উঠবে! পরবর্তীতে বাংলা সিরিয়ালে রাণী রাসমণি হয়ে দর্শকদের চোখের মণি হয়ে উঠেছেন। এখন তার হাতে একাধিক কাজ। কিন্তু ব্যস্ততার মাঝেও বন্ধুকে সময় দিতে ভুলছেন না। প্রেমিকের সাথে খুনসুটি করতে ব্যস্ত সে। আর নিজের ইন্সটা ওয়ালে খোলাখুলি সেই ছবি দিয়ে দিতিপ্রিয়ার কথা “ইটস অফিশিয়াল।” এই পোস্ট সামনে আসতেই জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়।
সম্প্রতি তিনি একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে এক অভিনেতার কাঁধে চেপে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। আর সে ছবি ও ক্যাপশনকে ঘিরে শুরু হয়েছে চর্চা। ছবিতে দেখা যাচ্ছে অভিনেতা সুহত্র মুখোপাধ্যায় এর কাঁধে চেপে রয়েছেন তিনি পরনে তার সোয়েট শার্ট ও ডেনিম জিন্স। নজর গেড়েছে তাদের দুজনের মুখেই আনন্দের উল্লাস হাসি। ক্যাপশনে লেখা-“এখন এটাই অফিশিয়াল।
“তারপর থেকেই মনে করা হচ্ছে এই অভিনেতার সাথে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এটেছেন দিতিপ্রিয়া। কেবল জানা গেছে একসাথে একটি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন দুজন। সিরিজের নাম “ডাকঘর”, আগামী মে মাস থেকে শুরু হবে শুটিং।