শুধু অভিনয় নয়, এই বিশেষ কাজেও দারুন দক্ষ দিতিপ্রিয়া! দেখে হাঁ ভক্তরা

Advertisement

‘যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন’। অর্থাৎ একজন মানুষের একসঙ্গে অনেকগুলো গুণ থাকা সম্ভব। সেরকমই আজ আমরা এক অভিনেত্রীর কথা জানাবো, যিনি একদিকে যেমন দক্ষ অভিনয়ের মাধ্যমে সকলের মনে জায়গা করে নিয়েছেন অন্যদিকে নিজের মনের শান্তি খুঁজে পেয়েছেন রং-তুলির মাধ্যমে। তিনি আর কেউ নয় সকলের পরিচিত দিতিপ্রিয়া রায়।

Advertisements

খুব অল্প বয়সেই টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর একাধিক ধারাবাহিকে অভিনয় করে সকলের মনে জায়গা করে নিয়েছেন দিতিপ্রিয়া। আর সবথেকে বেশি তিনি জনপ্রিয়তা লাভ করেছেন ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকের মাধ্যমে। দীর্ঘ সময় ধরে চলা এই ধারাবাহিক তাকে আলাদা পরিচয় তৈরি করে দিয়েছে।

Advertisements

তবে এতো গেলো তার কাজের দিক। মানসিক শান্তি কোথায় খুঁজে পান অভিনেত্রী? যার উত্তর পাওয়া যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেই। কারণ, তার আঁকা বিভিন্ন ছবি তিনি ভাগ করে নেন সকলের সাথে। রং-তুলিতেই মানসিক শান্তি খুঁজে পান তিনি, যা বারবার বলেছেন দিতিপ্রিয়া। তবে জানলে অবাক হবেন তিনি কিন্তু ছবি আঁকার প্রশিক্ষণ নেননি কোনোদিনই।

নিজে থেকেই ক্যানভাসে ফুটিয়ে তোলেন মনের অভিব্যক্তি। শ্যুটিংয়ের কাজে শান্তিনিকেতনে ছিলেন তিনি। মাঝে ছুটিতে দু’দিনের জন্য বাড়ি এসেছিলেন। সেখানেই তার সুপ্ত প্রতিভাকে সকলের সামনে তুলে ধরেছিলেন। তার আঁকা একটা ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে মুগ্ধ সকলে। এই বিষয়ে তার মতামত, ‘আমার মাথায় সবসময় কিছু না কিছু ঘুরতে থাকে। সেগুলোই আমি আঁকার মাধ্যমে তুলে ধরি।’

Related Articles