বোতাম খোলা শার্ট, ছেঁড়া ফাটা প্যান্ট! দিতিপ্রিয়ার স্টাইলিশ সোয়্যাগে ফিদা ভক্তরা

Advertisement

টলি ইন্ডাস্ট্রির রানী মাকে সকলেরই চেনা। যিনি ‘রানী রাসমণি’ (Rani Rashmoni) সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করে কেড়ে নিয়েছেন দর্শকদের মন। হ্যাঁ, অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)-এর কথাই বলা হচ্ছে। কম বয়সে ইন্ডাস্ট্রিতে ভালই জায়গা দখল করেছে এই অভিনেত্রী। বলা যায় সকলের মণিকোঠায় বাস দিতিপ্রিয়ার।

Advertisements

তবে ‘রানী রাসমণি’ (Rani Rashmoni) সিরিয়ালের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি দিতিপ্রিয়া (Ditipriya)-কে। একের পর এক ছবিতে অভিনয় করে তাক লাগিয়েছেন দর্শকদের। তবে সাম্প্রতিক নিজের অবতার বদলে ফেলেছেন দিতিপ্রিয়া। সাদা পোশাকে নিজেকে মেলে ধরলেন অভিনেত্রী। যা দেখে গরমে স্বস্তি পেয়েছে দর্শকগণ।

Advertisements

বলা যায় যুগের সাথে তাল মিলিয়ে চলেন অভিনেত্রী দিতিপ্রিয়া। ‘রানী রাসমণি’ সিরিয়ালে তাঁকে রানী মা হিসেবে দেখা গেলেও ব্যক্তিগত জীবনে তাঁর বিপরীত দিতিপ্রিয়া (Ditipriya)। বলা যায় সবসময়ই নিজেকে আপডেটে রাখেন দিতিপ্রিয়া। তবে সাম্প্রতিক মডার্ন লুকে ধরা দিলেন রানী মা।

সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ার (Social Media) নতুন লুকে ধরা দিলেন দিতিপ্রিয়া (Ditipriya)। তাঁর পরনে দেখা গিয়েছে ব্লু রঙের টপ সাথে বোতাম খোলা সাদা শার্ট এবং জিন্স। বলা যায় শহরের এই উষ্ণ আবহাওয়া সাদা রঙের পোশাকে সকলকে মুগ্ধ করলেন দিতিপ্রিয়া। তবে শুধু পোশাক নয় তার সাথে তাঁর হেয়ার কাটিংও ছিল বেশ মর্ডান।

সাদা স্নিগ্ধ পোশাক সাথে স্টাইল করা হেয়ার কাটিং, সানগ্লাস সবমিলিয়ে বেশ নতুন লুকে ধরা দিয়েছেন দিতিপ্রিয়া। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলে। অভিনেত্রী দিতিপ্রিয়া ইনস্টাগ্রামে (Instagram) এই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, শহরের উষ্ণতম দিনে। ইতিমধ্যে ছবিগূলি পছন্দ করেছেন প্রায় ৪৮ হাজারেরও বেশি মানুষ। ছবিগুলো যদি না দেখে থাকেন তাহলে চট করে দেখে আসুন মুগ্ধ হতে বাধ্য।

Related Articles