বিনোদন

চুপিসারে বিয়ে করলেন দিতিপ্রিয়া রায়! নব বধূর সাজে চমকে দিলেন ‘রানীমা’, ভাইরাল ছবি

বয়সে ছোট হলেও তার দম্ভে কাঁপে গোটা টলিউড। কারণ তিনি যে টলিপাড়ার রানী মা। টলিপাড়ার রানী মা বলতে আর বুঝতে অসুবিধা থাকেনা এখানে কথা হচ্ছে দিতিপ্রিয়াকে নিয়ে। দিতিপ্রিয়া রিলে রানী মা হলেও রিয়েলে কিন্তু সে বেশ আলাদা। এরই মাঝে এবার বউ সজল রানী মা। তবে, কি গোপনে বিয়ে সেরে ফেলেছে দিতিপ্রিয়া?

ইন্দ্রপুরী স্টুডিও আর বাড়ি- এই নিয়েই থাকেন দিতিপ্রিয়া রায়। চলতি বছরে সবে কলেজে পা রেখেছেন সে। তবে, গত সাড়ে তিন বছর ধরে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মেগা ধারাবাহিকের দায়িত্ব তাঁর কাঁধে। পড়াশোনা আর অভিনয় কেরিয়ার ব্যালেন্স করবার ঝক্কি, তাই ছুটি পান না দিতিপ্রিয়া। রাণী রাসমণি ধারাবাহিকে একেবারে ভিন্ন অবতারে দেখা যায় তাঁকে।

শাড়ি পরে, বনেদি সাজে, রূপের মধ্যে এক গাম্ভীর্য। তবে, বাস্তবে ঘন চুল, অতিরিক্ত মেকআপ, সাজের বহর এসবের মাঝে দিতিপ্রিয়া কখনই নিজেকে জড়ান না। তাঁর কাছে ফ্যাশন কিংবা স্টাইল মানেই কমফার্টটাই আগে। সাজের চাপে নিজেকে বেঁধে ফেলেন না তিনি। কিন্তু একি সকলকে অবাক করে এবার বউ কেনও সাজলেন রানী মা? টলিপাড়ায় লেগেছে বিয়ের হিড়িক। একের পর এক তারকা পরছে বিয়ের বাঁধনে বাঁধা। এরই মাঝে বধু বেশে হাজির রানী মা। সম্প্রতি টুকটুকে লাল বেনারসি পড়ে পুরো নববধূর সাজে দিতিপ্রিয়া।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দিতিপ্রিয়ারবধু বেশের ছবি। ইনস্টাগ্রামে একটি ফ্যানপেজ থেকে দিতিপ্রিয়ার কিছু ছবি পোস্ট হয়েছে সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রীকে নববধূর সাজে টুকটুকে লাল বেনারসি পড়ে।

আর এরপরেই অনেকের মনে প্রশ্ন শুরু হয়তবে কি বিয়ের বাঁধনে বাঁধা পড়লেন অভিনেত্রী। না না এরকম ব্যাপার নয়। আসলে এটি দিতিপ্রিয়ার শুটিং-র জন্য তোলা ছবি। ইতিমধ্যেই বধু বেশে রানীমার ছবিতে লাইকের সংখ্যা ছাড়িয়েছে প্রায় দশ হাজার।