মারণ রোগে আক্রান্ত হলেন সকলের প্রিয় ‘রানিমা’

করোনায় আক্রান্ত জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রানী রাসমণি’ রানী মা অর্থাৎ দ্বিতিপ্রিয়া। দ্বিতিপ্রিয়ার সাথে করোনায় আক্রান্ত তার বাবা মাও। অভিনেত্রীর করোনা টেস্টে রিপোর্ট পজেটিভ এসেছে, তারপর থেকেই হোম আইসোলেশনে হয়েছেন অভিনেত্রী। চিকিৎসকদের পরামর্শ মেনে সমস্ত সর্তকতা গ্রহণ করেছেন দ্বিতিপ্রিয়া।
আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন দ্বিতিপ্রিয়ার বাবা, বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন অভিনেত্রীও জ্বর সর্দি-কাশি ছিল তার, তবে প্রথমটায় খুব একটা গুরুত্ব না দিলেও পরে স্বাদ ও গন্ধ না পাওয়ায় করোনা পরীক্ষা করেন অভিনেত্রী, আর তাতেই রিপোর্ট পজেটিভ আসে তার। তবে দ্বিতিপ্রিয়া জানিয়েছেন চিন্তার কোন কারণ নেই চিকিৎসকদের পরামর্শে ভালো আছেন তিনি, তবে শরীরটা দুর্বল অভিনেত্রীর।
রানী রাসমণি সিরিয়াল জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক, প্রথম দিন থেকেই সিরিয়ালটি রয়েছে টিআরপির শীর্ষে, আর তার অন্যতম কারণ হলো দ্বিতিপ্রিয়ার দারুন অভিনয়। তবে অভিনেত্রী হঠাৎ করোনা আক্রান্ত হয়ে পড়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছে সিরিয়ালের শুটিং। তবে দ্বিতিপ্রিয়া জানিয়েছেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার কাজে ফিরবেন তিনি।
টলিউডে একের পর এক অভিনেতার করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ আসার পরেই তাতে আক্রান্ত হয়ে পড়েন টলিউড অভিনেতা জিৎ এবং অভিনেত্রী শুভশ্রী, বর্ষিয়ান অভিনেত্রী অনামিকা সাহা করোনায় আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন এম আর বাঙ্গুর হাসপাতালে। এছাড়াও ঋত্বিক চক্রবর্তী এবং সোহিনী সরকার করোনায় আক্রান্ত, অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় সস্ত্রীক আক্রান্ত হয়েছেন করোনায়।