বিনোদনভাইরাল ভিডিও

ডান্সিং কুইন দেবশ্রীর সঙ্গে দুর্দান্ত নেচে DBD-র মঞ্চ মাতাল পান্তা ভাতের কুণ্ডু, প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

এবার ‘ডান্স বাংলা ডান্স’এর মঞ্চে একসাথে নাচতে দেখা যাবে জনপ্রিয় টলিউড অভিনেত্রী দেবশ্রী রায় এবং ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত প্রতিযোগী দীপান্বিতা কুন্ডুকে। যে প্রোমো ভিডিও দেখার পর ভীষণই উচ্ছ্বসিত দর্শকেরা। টলিউড ইন্ডাস্ট্রিতে দেবশ্রী রায়ের জায়গা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। দীর্ঘ সময় ধরে তিনি একপ্রকার রাজত্ব করেছেন টলি ইন্ডাস্ট্রিতে।

আর অভিনয়ের পাশাপাশি তার নৃত্য দক্ষতাও সমানভাবে পরিচিত সকলের কাছে। তিনি এবার আসতে চলেছেন ‘ডান্স বাংলা ডান্স’এর মঞ্চে। বর্তমান সময়ে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি হলো ‘ডান্স বাংলা ডান্স’। ইতিমধ্যেই এই শো থেকে একাধিক প্রতিযোগীরা উঠে এসেছেন টেলি ইন্ডাস্ট্রিতে। কিছুদিন আগেই শুরু হয়েছে তার নতুন সিজন।

যার মাধ্যমে দীর্ঘ ১০ বছর পর টেলিভিশনের পর্দায় ফিরছেন মিঠুন চক্রবর্তী। মহাগুরুর আসনে এই অভিনেতাকে এতো বছর পর দেখে ভীষণই খুশি দর্শকেরা। অন্যদিকে বিচারকের আসনে রয়েছেন মৌনি রায়, শুভশ্রী গাঙ্গুলী এবং শ্রাবন্তী চ্যাটার্জী। আর সঞ্চালনার দায়িত্ব রয়েছেন সকলের পরিচিত অভিনেতা অঙ্কুশ হাজরা। সবমিলিয়ে জমজমাট হয়ে উঠেছে এই শো।

সম্প্রতি সেরকমই একটি এপিসোডে হাজির হবেন অভিনেত্রী দেবশ্রী রায়। সেখানেই তাকে ‘বাজলো যে ঘুঙরু’ গানে দীপান্বিতা কুন্ডুর সাথে নাচতে দেখা যাবে। সম্প্রতি চ্যানেলের অফিসিয়াল পেজে পোস্ট করা হয়েছে সেই ভিডিও। যেটি দেখার পর রীতিমতো উচ্ছ্বসিত দর্শকেরা। তাইতো সকলেই অপেক্ষা করছেন সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য।