বিনোদনভাইরাল ভিডিও

১২ বছর পর DBD-র মঞ্চ কাঁপাতে হাজির ‘পান্তাভাতের কুন্ডু’ দীপান্বিতা, ভাইরাল ভিডিও

এবার দীর্ঘ ১২ বছর পর ফের ‘ড্যান্স বাংলা ড্যান্স’এর মঞ্চে ফিরলেন সকলের প্রিয় ‘পান্তাভাতের কুন্ডু’ অর্থাৎ দীপান্বিতা কুন্ডু। ‘ড্যান্স বাংলা ড্যান্স’ রিয়ালিটি শো’য়ের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। যদিও সেখানে তিনি জয়লাভ করতে পারেননি তবে দর্শকদের মনে তার জায়গা আজও রয়ে গিয়েছে। অন্যদিকে এই শো’য়ের হাত ধরেই ফের ১০ বছর পর ছোটপর্দায় ফিরছেন মিঠুন চক্রবর্তী।

সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের মহাগুরুর আসনে ফিরলেন তিনি। আমরা সকলেই জানি যে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো হলো ‘ড্যান্স বাংলা ড্যান্স’। এই মঞ্চ থেকে প্রত্যেক বছরই স্টার হয়ে বেরোন প্রতিযোগীদের মধ্যে একজন। এই বছরও ২৪ জন প্রতিযোগী নিয়ে চলবে এই শো। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শো’য়ের সম্প্রচার। আর সেখানে থিম গানে নাচতে দেখা যাবে দীপান্বিতা কুন্ডুকে।

সম্প্রতি জি বাংলার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে একটি প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে তার নাচের দৃশ্য দেখা গিয়েছে। একসময় এই শো’তে অংশগ্রহণ করেছিলেন তিনি। যখন তার বয়স ছিল মাত্র চার বছর। মুর্শিদাবাদের বহরমপুরের সেই প্রতিযোগী এখন বেশ বড়ো হয়ে গিয়েছেন। একসময় মিঠুন চক্রবর্তী ভালোবেসে তার নাম দিয়েছিলেন ‘পান্তাভাতের কুন্ডু’।

সেই নামেই পরিচিতি পেয়েছিলেন তিনি। সেরা শিরোপা লাভ না করতে পারলেও দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছেন দীপান্বিতা। তাইতো ফের তাকে শো’তে পেয়ে খুবই খুশি হয়েছেন দর্শকেরা। অন্যদিকে মিঠুন চক্রবর্তী ছাড়াও এখানে বিচারকের আসনে দেখা যাবে তিন অভিনেত্রীকে। যারা হলেন শুভশ্রী গাঙ্গুলী, শ্রাবন্তী চ্যাটার্জি এবং মৌনি রায়। আর সঞ্চালনার দায়িত্বে থাকবেন অঙ্কুশ হাজরা।