ড্যান্স কুইন মাধুরির গানে নেচে DBD-র মঞ্চ মাতালো ‘পান্তাভাতের কুণ্ডু’ দীপান্বিতা, মুগ্ধ বিচারক সহ দর্শকেরা

Advertisement

সম্প্রতি এবার ‘দেবদাস’ সিনেমার গান ‘মার ডালা’তে নেচে ‘ড্যান্স বাংলা ড্যান্স’এর মঞ্চ মাতিয়ে তুললেন জনপ্রিয় নৃত্যশিল্পী দীপান্বিতা কুন্ডু! যারা ‘ড্যান্স বাংলা ড্যান্স’এর পুরনো সিজন দেখেছেন তারা এই নামটির সাথে কমবেশি সকলেই পরিচিত। কারণ, খুব অল্প বয়সেই এই শো’তে এসে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এমনকি তাকে মিঠুন চক্রবর্তী ‘পান্তা ভাতের কুন্ডু’ আখ্যা দিয়েছিলেন।

Advertisements

এই নামেই মঞ্চে পরিচিত হয়েছিলেন দীপান্বিতা। অন্যদিকে তিনিও মিঠুন চক্রবর্তীকে ভালোবেসে ‘গরম ভাতের চক্রবর্তী’ বলে সম্বোধন করতেন। তাদের দুষ্টু-মিষ্টি খুনসুটি ভীষণই পছন্দ করতেন দর্শকেরা। সেরকমই গত ফেব্রুয়ারী মাসে শুরু হয়েছে এবারের সিজন। যেখানে দীর্ঘ ১০ বছর পর ‘মহাগুরু’র আসনে দেখা যাচ্ছে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে

Advertisements

আর আরো একটি চমক হল এবারের সিজনেও প্রতিযোগী হিসেবে রয়েছেন দীপান্বিতা। মাঝেমধ্যেই তার নাচের বিভিন্ন ঝলক ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সেরকমই একটি ভিডিও পোস্ট হয়েছে জি বাংলার অফিসিয়াল পেজ থেকে। যেখানে দেখা যাচ্ছে ‘দেবদাস’ সিনেমার ‘মার ডালা’ গানটিতে অসাধারণভাবে নাচ প্রদর্শন করছেন তিনি।

তার এক্সপ্রেশন ও নাচের স্টেপ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকেরা। সকলেই তার নাচের প্রশংসা করেছেন। তবে শুধু এই ভিডিওই নয় মাঝেমধ্যেই তার নাচের নানান দৃশ্য উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। সেগুলিও সমান পছন্দ করেন দর্শকেরা। উল্লেখযোগ্য, এবারের সিজনে বিচারকের আসনে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলী, শ্রাবন্তী চ্যাটার্জি ও মৌনি রায়। এছাড়া সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অঙ্কুশ হাজরা।

Related Articles