Swastika Ghosh: রূপে লক্ষ্মী গুনে সরস্বতী! দুর্দান্ত নাচে-গানে মঞ্চ কাঁপালেন ‘অনুরাগের ছোঁয়া’র দীপা, মুগ্ধ ভক্তরা

Advertisement

Swastika Ghosh: অভিনয় নয়, নেচে মঞ্চ মাতালেন “অনুরাগের ছোঁয়া”-র দীপা, ভাইরাল ভিডিও। বাংলা সিরিয়াল জগতের এক জনপ্রিয় অভিনেত্রী হলেন স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। যিনি “অনুরাগের ছোঁয়া” (Anurager Chowa) ধারাবাহিকের মাধ্যমে গ্ল্যামার জগতে পদার্পণ করেছেন। বর্তমানে যে ধারাবাহিক টিআরপি তালিকায় বেঙ্গল টপার হিসেবে অবস্থান করছে। আজকের এই প্রতিবেদন “অনুরাগের ছোঁয়া”-র দীপা ওরফে স্বস্তিকাকে নিয়েই।স্টার জলসার (Star Jalsa) এক পুরোনো ধারাবাহিক হল “অনুরাগের ছোঁয়া” (Anurager Chowa)।

Advertisements

আর এই ধারাবাহিকে দীপার চরিত্রে দুর্দান্ত অভিনয় করে মন জয় করেছেন স্বস্তিকা (Swastika)। বর্তমানে প্রতিটি এপিসোডেই চমক দেখাচ্ছে দীপা ওরফে স্বস্তিকা ঘোষ।তবে সাম্প্রতিক নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে দীপা ওরফের স্বস্তিকা ঘোষের একটি অনুষ্ঠানের ভিডিও। যেখানে দীপার সাজে নয়, জিন্স-শার্টে ধরা দিয়েছেন স্বস্তিকা। এই অনুষ্ঠানে অভিনয় নয়, দীপাকে ডান্স করে মঞ্চ মাতাতে দেখা গেছে।

Advertisements

কালো শার্ট এবং জিন্স পড়ে এক মাচা শোয়ের অনুষ্ঠানে ‘Current Laga’ গানে নাচতে দেখা গিয়েছে দীপাকে।যা দেখে মুগ্ধ হয়েছে তাঁর হাজারো ভক্তগণ। অভিনেত্রী অভিনয়, গানের পাশাপাশি নাচেও যে খুব দক্ষ তা তার প্রমাণ দিলেন এই অনুষ্ঠানের মঞ্চে। ‘Star Buro’ নামের এক ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিওটি। ইতিমধ্যে ভিডিওটি পৌঁছে গিয়েছে প্রায় ৬ লক্ষ মানুষের কাছে।

২৬ হাজারেরও বেশি মানুষ পছন্দ করেছেন অভিনেত্রীর নাচের ভিডিও।প্রসঙ্গত, অভিনয় জগতের তারকাদের শুটিংয়ের বাইরে বিভিন্ন অনুষ্ঠানেও অতিথি হিসেবে যেতে হয়। আর সেখানে গিয়ে ভক্তদের মন জয় করতে তাঁদের নাচ, গান বা অভিনয় করতে হয়। সেরকমই এক অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। আর সেখানে নেচে দর্শকদের মন ভরালেন স্বস্তিকা। প্রশংসায় পঞ্চমুখ সকল ভক্তগণ।

Related Articles