যতই ঘুড়ি ওড়াও রাতে, দুর্দান্ত নাচে গানে মাচা কাঁপালেন ‘অনুরাগের ছোঁয়া’র দীপা, প্রশংসায় মুখর ভক্তরা

Advertisement

আবারো নাচে-গানে মাচা শোয়ের মঞ্চ মাতালেন দীপা ওরফে স্বস্তিকা, প্রশংসায় পঞ্চমুখ নেটজনতা। প্রতিবছরই বিনোদন জগতে নতুন নতুন তারকাদের আবির্ভাব হয়। সেরকমই একটি বছরের নতুন তারকা হলেন ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)-র দীপা ওরফে স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। যিনি ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মাধ্যমে বিনোদন জগতে আসেন। সাম্প্রতিক নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এই অভিনেত্রীর মাচা শোয়ের এক দুর্দান্ত পারফর্মেন্স। যেখানে নাচে-গানে মঞ্চ মাতাতে দেখা গেছে দীপা ওরফে স্বস্তিকাকে।

Advertisements

বর্তমান সময়ে টিআরপি তালিকার শীর্ষে অবস্থান করা এক জনপ্রিয় ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। যে ধারাবাহিক দীর্ঘদিন ধরে বেঙ্গল টপার হিসেবে রয়েছেন। এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দীপা ওরফে স্বস্তিকা (Swastika)-কে। এই ধারাবাহিকে উঠে এসেছে এক শ্যামবর্ণা মেয়ের সমাজের হয়ে সংগ্রামের লড়াই। যে ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যায় সূর্য-দীপা (Surya-Deepa)-কে। আর সেই দীপার চরিত্রে রয়েছে স্বস্তিকা। সাম্প্রতিক এক অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন দীপা। আর সেখানেই নাচে-গানে মঞ্চ মাতাতে দেখা গেল দীপাকে।

Advertisements

দেউলী যুবক সংঘের শ্রী শ্রী শিবদূর্গা পূজার অনুষ্ঠানে গিয়েছিলেন দীপা ওরফে স্বস্তিকা। আর সেখানেই দর্শকদের মন জয় করতে জিৎ অভিনীত ‘বচ্চন’ (Bachchan) সিনেমা ‘যতই ঘুড়ি ওড়াও রাতে’ (Jotoi Ghuri Orao Rate) গান গাইতে গাইতে নেচে ওঠে স্বস্তিকা (Swastika)। তিনি এই গান গেয়ে আবারো প্রমাণ করেন অভিনয়ের পাশাপাশি তিনি গানও বেশ ভালোই গান। তবে এই অনুষ্ঠানে দীপার বেশে নয়, অভিনেত্রী নিজের আসল রূপে অর্থাৎ স্বস্তিকার বেশি ধরা দিয়েছিলেন। এদিন দীপার পরনে দেখা গিয়েছে সাদা শার্ট সাথে জিন্স। তার সাথে পনিটেল করে বাঁধা চুল এবং মানানসই সাজ।

প্রসঙ্গত, টেলিভিশন জগতের প্রত্যেক তারকাদেরই দর্শকদের মন জয় করতে পৌঁছে যেতে হয় গ্রাম-শহরের বিভিন্ন মাচা শোয়ের অনুষ্ঠানে। আর সেরকমই এক অনুষ্ঠানে গিয়েছিলেন দীপা (Deepa)। সেই অনুষ্ঠানে গিয়ে দীপা বলেন, তাদের বাইরে গিয়ে শুটিং করতে হয়েছিল। প্রায় তিন ডিগ্রি সেলসিয়াসে তাদের শুটিং করতে হয়েছিল। যার জন্য সকলেই খুব ক্লান্ত। তবে অনুরাগীদের ভালবাসার টানে তিনি ক্লান্ত থাকা সত্ত্বেও পৌঁছে গিয়েছিলেন সেই অনুষ্ঠানে। সাম্প্রতিক এই ভিডিওটি নেটদুনিয়ায় পোস্ট করা হয় ‘Mahaprabhu Studio’ নামক youtube চ্যানেল থেকে। দীপার গান শুনে ভিডিওর কমেন্ট বক্সে প্রশংসায় পঞ্চমুখ হন নেটজনতা। ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও।

Related Articles