মিষ্টি মধুর সুরে দুর্দান্ত গান গেয়ে মঞ্চ মাতালেন ‘অনুরাগের ছোঁয়া’র দীপা, প্রশংসায় ভক্তরা

Advertisement

শুধুমাত্র ভালো অভিনয় নয়, অসাধারণ গান গাইতে পারেন সকলের প্রিয় ‘দীপা’ ওরফে স্বস্তিকা ঘোষ। বর্তমান সময়ে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি ঠিক কতখানি জনপ্রিয়তা লাভ করেছে তা আমরা সকলেই জানি। যেখানে দীপা এবং সূর্যর রসায়ন চুটিয়ে উপভোগ করেন দর্শকেরা। এই ধারাবাহিকের টিআরপিও চোখে পড়ার মতোন।

Advertisements

অন্যদিকে বিভিন্ন টেলিভিশন ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে বিভিন্ন শো করা হয়। সেরকম একটি শো’তে পৌঁছে গিয়েছিলেন স্বস্তিকা। যেখানে দীপা সাজে নয় বরং সাধারণ সাজে ধরা দিয়েছিলেন তিনি। রাত ১টার সময় মঞ্চে ওঠেন তিনি। আর এতো রাতেও দর্শকেরা তার জন্য অপেক্ষা করছিলেন। একজন শিল্পীর জন্য এর থেকে বড়ো পাওনা হয়তো আর কিছু হতে পারে না।

Advertisements

মঞ্চে উঠে কয়েকটি কথা বলার পর গান গেয়ে শোনান তিনি। এদিন তার কন্ঠে ‘দে দে পাল তুলে দে’ গানটি শোনা যায়। এছাড়াও ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের টাইটেল ট্র‍্যাক গেয়ে অনুষ্ঠান শেষ করেন তিনি। তার অসাধারণ এই গান দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছিল।

যা দেখার পর সকলের মুখে একটাই কথা, এতোদিন তারা জানতেন স্বস্তিকা শুধুমাত্র ভালো একজন অভিনেত্রী, তবে তিনি যে একজন ভালো গায়িকাও তা এই প্রথম জানলেন। উল্লেখযোগ্য, ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছেন তিনি। প্রথম ধারাবাহিকেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন স্বস্তিকা।

Related Articles