বিনোদন

রাঁচির ফার্ম হাউসে নতুন ব্রিডের গরু উৎপাদনে সিরিয়াস ধোনি, কি করতে চলেছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক

Advertisement
Advertisement

কড়কনাথ মুরগির পর এবার উন্নত প্রজাতির গরু তৈরিতে ব‍্যস্ত ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রাঁচিতে তাঁর ফার্ম হাউসে সেই নতুন ব্রিডের একাধিক গরুর সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন ধোনি। স্থানীয় চাষীদের বিনামূল্যে এই গরু দেওয়ার কথাও ভেবেছেন তিনি। এই ছবি প্রকাশ্যে আসতেই জোর আলোচনা শুরু হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আমিরশাহি আইপিএলে কেরিয়ারের সব থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। লকডাউনে ভারতের প্রাক্তন অধিনায়ককে কৃষিকাজ করতেও দেখা গিয়েছিল।

নিজের ফার্ম নিয়ে যথেষ্ট সিরিয়াস বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। ৪৩ একর জমির ওপর রাঁচিতে নিজের ফার্ম হাউস তৈরি করেছেন তিনি যেখানে এই মূহুর্তে সবজি চাষ, দুগ্ধজাত দ্রব্য উৎপাদন, মৎস‍্যচাষ এবং পোল্ট্রি শুরু করেছেন। এখন সেই ফার্ম হাউসেই রয়েছেন তিনি। বাঁধাকপি, ব্রকোলি, পেঁপে, আলু, টমেটো, মটরশুঁটি, স্ট্রবেরি ইত্যাদি উৎপাদন হচ্ছে এই ফার্মহাউসে।

মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার থান্ডলা ব্লকের বিনোদ মেহেতার কাছ থেকে কড়কনাথ মুরগি কিনেছেন মাহি। ১৫ ডিসেম্বরের মধ্যে সেই ২০০০ কড়কনাথ মুরগির ছানা রাঁচিতে ধোনির ফার্ম হাউসে ডেলিভারি হওয়ার কথা।

Related Articles