বিনোদনভাইরাল ভিডিও

পরনে বাঘিনী সাজ, নীল জলরাশির মাঝে উষ্ণতা ছড়িয়ে পুরুষ ভক্তদের ঘুম উড়ালেন দেবলীনা

বছরের শুরুটাই করেছিলেন ঘোরাঘুরি দিয়ে। থাইল্যান্ড বিচে শুরু হয়েছিল তার নতুন বছর যাপন। ট্রিপ শেষ হলেও তার রেশ এখনো জারি। সেখান থেকে একের পর এক ছবি শেয়ার করে ইতিমধ্যে বছরের শুরু থেকেই শিরোনাম দখল করে নিয়েছেন গৌরব চট্টোপাধ্যায়ের স্ত্রী দেবলীনা কুমার। কিছুদিন আগেই বিকিনিতে ঝড় তুলেছিলেন আর এবার ফের নীল জলরাশি থেকে যেন মৎস‍্যকন‍্যা হয়ে উঠলেন।

শীতকাল হলো তো কি হলে তার ছবি উষ্ণতা ছড়ালো নেটপাড়ায়। দেবলীনা কুমার, তিনি সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করা মানেই হট উপস্থিতি। পারফেক্ট ফিগারে বারবার নজর কাড়েন গৌরব স্ত্রী। তবে মহানায়কের পুত্রবধূ হলেও নিজের পরিচয় এই জনপ্রিয় হয়ে উঠেছেন এই অভিনেত্রী। এবার ফের তার বোল্ড রূপ ঘায়েল করলো দর্শকমন। সমুদ্র সৈকতের একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী যেখানে তাকে দেখা যাচ্ছে লেপার্ড প্রিন্টেট বিকিনিতে।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে সমুদ্রের নীল জলরাশির সামনে ‘টলিপাড়ার দীপিকা’ থুড়ি দেবলীনা। তবে জল থেকে দূরে থাকেননি তিনি। কখনো আবার জল থেকে জলপরী রূপে উঠে আসতেও দেখা গেছে। ভিডিও ব্যাকগ্রাউন্ডে বাজতে দেখা যাচ্ছে বলিউডের “ইয়ে এক জিন্দেগি”। তবে এখানেই শেষ নয়, পিকচার আভি বাকি হে।

কারণ অভিনেত্রী জানিয়ে দিয়েছেন এই সফরের আরো অনেক ছবির ভিডিও আসবে। প্রসঙ্গত দেবলীনা কুমারের এই পোস্টে উষ্ণতা ঢেলে দিয়েছেন তার অনুরাগীরা অনেকেই প্রশংসাসূচক কথা লিখেছেন‌। হার্ট, ফায়ার ইমোজিতে ভরে গেছে তার কমেন্টবক্স। আপাতত তার পরবর্তী ছবিগুলি দেখার জন্য “দিল থামকে ব‍্যাঠিয়ে”!