‘SET’ পরীক্ষা না দিয়েই প্রথম! বেশি স্মার্ট দেখাতে গিয়ে মুখ পুড়লো ‘উত্তম কুমারে’র নাতবৌ দেবলীনার

Advertisement

এক ট্রোলিং আটকাতে আরো একবার ট্রোলিংয়ের শিকার হলেন অভিনেত্রী দেবলীনা কুমার! এমনকি শেষমেশ তাকে সেই পোস্ট ডিলিট করতে হলো। কী পোস্ট করেছিলেন তিনি? আসুন তাহলে সেটাই জেনে নেওয়া যাক। তার পোস্টের কথা অনুযায়ী ‘SET’ পরীক্ষায় প্রথম হয়েছিলেন তিনি। আর গর্বের সাথে জানিয়েছিলেন এই প্রথম হওয়ার পেছনে তার বাবার কোনো হাত নেই।

Advertisements

আসলে সবসময় তাকে বাবার রাজনৈতিক পরিচয় টেনে সবকিছু পেয়ে যাওয়ার জন্য ট্রোল করা হয়। সেই বিষয়টি আটকাতে এই পোস্টটি করেছিলেন তিনি। তবে শেষমেশ নিজেরই মুখ পুড়লো। কয়েকদিন আগে আট বছর আগেকার পরীক্ষার ফলাফলের রেজাল্ট পোস্ট করেছিলেন তিনি। যেখানে লিখেছেন, ‘ফোনে স্ক্রিনশটটা খুঁজে পেলাম। ৮ বছর হয়ে গেল আমি সেট পরীক্ষায় প্রথমস্থান অধিকার করেছিলাম।’

Advertisements

একই সাথে তিনি আরো লেখেন যে, ‘যারা জানেন না এটা হলো পিএইচডি কোর্সের জন্য একটি অনলাইন প্রবেশিকা পরীক্ষা। অনলাইনটা বললাম যাতে আবার কিছু মানুষ ভেবে না বসে আমার বাবা এটা করিয়ে দিয়েছে।’ তবে সেটা দেখার পর কমেন্টের বন্যা হয়ে গিয়েছে। কেউ যেমন লিখেছেন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষায় প্রথম, দ্বিতীয় কবে থেকে ঘোষণা করা হচ্ছে?

আবার কেউ কেউ লিখেছেন, ‘বেশি স্মার্ট হতে গিয়ে ছড়িয়ে ফেললেন দেবলীনা।’ যদিও নিজের ভুল স্বীকার করেছেন তিনি। জানিয়েছেন ওটা ‘SET’ নয় ‘RET’ হবে অর্থাৎ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষা ‘রিসার্চ এন্ট্রান্স টেস্ট’। একইসাথে সেই পোস্টটা ডিলিট করে দিয়েছেন তিনি। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে, তুমুল ট্রেলিংয়ের শিকার হয়েছেন তিনি।

Related Articles