দুধ সাদা পোশাকে নোনা সমুদ্রে তুমুল নাচ উত্তম কুমারের নাত-বউ দেবলীনার, ভাইরাল ভিডিও

টলিউডের রঙ্গবতী গার্ল দেবলিনা কুমার। গোত্র ছবিতে রঙ্গবতী গানের সাথে দুর্দান্ত নেচে অতি জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী। তবে এখন দেবলীনার রয়েছে আরো একটি পরিচয়। তিনি এখন মহানায়ক উত্তমকুমারের নাতবৌ।
৯ ডিসেম্বর উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় এর সাথে বৈদিক মতে সাতপাকে বাঁধা পড়েছেন। আপাতত গুছিয়ে সংসার করছেন দেবলিনা, তবে সংসারের পাশাপাশি তার অন্যতম ভালোবাসা নাচ। কেনই বা হবে না! নাচই তো তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে। রঙ্গবতী গান কোমর দুলিয়ে তিনি হয়ে উঠেছিলেন সকলের প্রিয়।
এখনো পর্যন্ত যেকোনো অনুষ্ঠান হোক বা পার্টি একবার রঙ্গবতী গানের বাঙালি কোমর না দুলালে ষোলআনা পূর্ণ হয়না। আর সেই রঙ্গবতী গার্ল দেবলীনা কুমার মাঝেমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নিজের নাচের ভিডিও। সেইসব নাচের ভিডিওগুলি মানুষ বেশ পছন্দ করেন।
আর তেমনই একটি ভিডিও সম্প্রতি দেবলীনা পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে, প্রেম করে বিয়ে করেছেন দেবলীনা এবং গৌরব তবে বিয়ের পরও প্রেম কমেনি বরং বেড়েছে। এই জুটি নিজেদের নানান মিষ্টি মুহুর্ত শেয়ার করতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তেমনই এক মুহুর্ত ভাগ করেছেন।
দেবলীনা এবং গৌরব একান্তে সময় কাটাতে পৌঁছে গেছেন সমুদ্র সৈকতে, আর সেখানেই ঋত্বিক রোশন এবং আমিশা পাটেলের জনপ্রিয় ছবি কাহোনা পেয়ার হে এর গানে নাচ করছেন দেবলীনা। দেবলীনা সময় পেলেই মেতে ওঠেন নাচে, আর স্বামীর সাথে ঘুরতে গিয়েও তার কোনো অন্যথা হলো না। দেবলীনার এই ভিডিওটি যে বেশ পছন্দ করেছে নেট দুনিয়ার মানুষরা, ভিডিওর লাইকের সংখ্যাতেই তা প্রমাণিত।