Advertisements

কিছু না পরেই শরীরচর্চা করছেন দেবলীনা! ছবি ভাইরাল হতেই উত্তাল সোশ্যাল মিডিয়া

Advertisements

বাংলা চলচিত্রের সুপারস্টার উত্তম কুমার, যায় জীবনী নিয়ে প্রত্যেকটি বাঙালির মনেই হাজারো কৌতুহল। সেলুলয়েডের এখনো যখন সেই মোহময় হাসি ফুটে উঠে মন্ত্রমুগ্ধের মতন বাঙালি আটকে যায় পর্দায়। এক কথায় উত্তম কুমার কেবলমাত্র একজন অভিনেতা নন বরং আপামর বাঙালির জন্য তিনি একটি ইমোশন। তবে আজ মহানায়ক নয় বরং আলোচনা করতে চলেছি তার নাত বউ দেবলীনা কুমার কে নিয়ে।

৯ ডিসেম্বর উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় এর সাথে বৈদিক মতে সাতপাকে বাঁধা পড়েছেন দেবলিনা কুমার। আপাতত গুছিয়ে সংসার করছেন দেবলিনা, গোত্র ছবিতে রঙ্গবতী গানের সাথে কোমর দুলিয়ে দেবলীনা বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন টলিউডে। বর্তমানে যেকোনো অনুষ্ঠান হোক বা পার্টি একবার রঙ্গবতী গানের সঙ্গে বাঙালি কোমর না দুলালে ষোলআনা পূর্ণ হয়না। আর সেই রঙ্গবতী গার্ল দেবলীনা কুমার মাঝেমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নিজের নানান ছবি।

অভিনয় এবং নাচের সঙ্গে দেবলীনা একজন ফিটনেস ফ্রিক। তার অর্ধেক সময়ই তিনি কাটান জিমে শরীরচর্চা করে, আর সেই জিমের কিছু ছবি সম্প্রতি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে ট্রোলের মুখে পড়লেন দেবলীনা। দেবলীনাকে মাঝেমধ্যেই তার পোশাকের জন্য কুরুচিকর মন্তব্য শুনতে হয় তবে সে সবে কান দেন না অভিনেত্রী।

সম্প্রতি জিমে ওয়ার্কআউট করার সময় কিছু মিরর সেলফি পোস্ট করেছেন অভিনেত্রী, যেখানে অভিনেত্রীর পরনে একটি জিম টিশার্ট, তবে নজর কেড়েছে অভিনেত্রীর স্কীন কালারের স্কিন টাইট পরনের প্যান্ট। যা হঠাৎ করে দেখলে মনে হবে নিচে কিছুই পড়েনি তিনি। আর সেই নিয়েই আবারো ট্রোলের মুখে পড়েছেন দেবলীনা।

অনেকেই কুরুচিকর গন্তব্যে দ্বারা আক্রমণ করেছেন অভিনেত্রীকে, তবে সমস্ত আক্রমণেরই যোগ্য জবাব দিয়েছেন তিনি।

Related Articles