লোকের এঁটো থালা-বাসন মেজেই চলত সংসার! অতীতের কষ্ট হাতড়ে আবেগপ্রবণ দেব

Advertisement

তিনি টলিউডের জনপ্রিয় অভিনেতা। এমনকি দীর্ঘ বহু বছর ধরে টলিউডে রীতিমতো রাজত্ব করছেন তিনি। এছাড়াও তিনি রাজনৈতিক ব্যক্তিত্বও। তবে আজ যে সফলতার শীর্ষে রয়েছেন তিনি, সেই যাত্রা মোটেই সহজ ছিল না। হ্যাঁ, ঠিকই ধরেছেন আজ আমরা কথা বলছি টলিউডের হার্টথ্রব দেব ওরফে দীপক অধিকারীর সম্পর্কে। ‘অগ্নিশপথ’ সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক হয়েছিল তার। যদিও সেই সিনেমা খুব একটা হিট হয়নি।

Advertisements

তবে এরপর ধীরে ধীরে টলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে নেন তিনি। কিন্তু আজ হয়তো তিনি যে জায়গায় রয়েছেন সেখানে থাকতেন না বরং বর্তমানে হয়তো ক্যাটারিংয়ের ব্যবসা করতে হতো তাকে! আসলে মুম্বাইতে তার বাবার ক্যাটারিংয়ের ব্যবসা ছিল। যেখানে তিনি সহকারী হিসেবে কাজ করতেন। সেখান থেকেই মুম্বাইয়ের ইন্ডাস্ট্রিতে খাবার সরবরাহ করা হতো।

Advertisements

সেখানে লাইট, ক্যামেরা, অ্যাকশন দেখে তার অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায়। এমনই তথ্য সম্প্রতি তিনি তুলে ধরেছেন অনুরাগ বসুর টক শো ‘কে হবে বিগেস্ট ফ্যান’এ। অনুরাগ বসু তাকে বলেন, ‘আমি শুনেছি যখন সব টিফিন বাড়ি থেকে চলে আসতো তখন তুমি পুরো ঘরটা মুছতে। আর সেখান থেকে আজ তুমি এখানে।’ যা শুনে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন দেব। এরপর তিনি বলেন তিনি অনেকের বাসন ধুয়েছেন।

হয়তো অনুরাগ বসুর থালাও ধুয়েছেন তিনি। কারণ, অনুরাগ বসুকে অনেক আগে থেকেই চিনতেন দেব। সেখান থেকে আজ অনুরাগ বসুর সামনে বসে আছেন এটাই তার কাছে অনেক বড়ো স্বপ্ন সত্যি হওয়া। এই কথা শোনামাত্র দেবকে বুকে টেনে নেন অনুরাগ বসু। দেব এও বলেন প্রত্যেক ছেলেমেয়ের উচিত তার বাবা-মায়ের কাজে সাপোর্ট করা। তিনি যদি হিরো না হতেন তিনি আজও ক্যাটারিংয়ের ব্যবসাই করতেন।

Related Articles