সোশ্যাল মিডিয়ায় ফাঁস হল দেব-শুভশ্রীর গোপন ছবি!

Advertisement

ফিরে দেখা দেব শুভশ্রীর মাখো মাখো প্রেম, ভাইরাল দেব-শুভশ্রীর বিয়ের ছবি। টলি ইন্ডাস্ট্রির অন স্ক্রিন রোমান্টিক জুটির মধ্যে অন্যতম জুটি হলো দেব-শুভশ্রী (Dev-Subhasree) জুটি। যাঁদের এক সময়কার মাখো মাখো প্রেম নেটজনতার কাছে বেশ চর্চার বিষয় হয়ে উঠেছিল। তবে সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এই জুটির বর-কনে বেশের এক ছবি। যা দেখে আপ্লুত তাঁদের ভক্তমহল। প্রসঙ্গত, একসাথে ইন্ডাস্ট্রিতে কাজের সূত্রেই সম্পর্ক গড়ে ওঠে দেব-শুভশ্রী (Dev-Subhasree)-র মধ্যে।

Advertisements

প্রথমবার “চ্যালেঞ্জ” (Challenge) ছবির মাধ্যমে একসঙ্গে জুটি বাঁধেন দেব-শুভশ্রী। তারপর “পরান যায় জ্বলিয়া” (Poran Jai Jolia), “খোকাবাবু (Khokababu)” সহ আরো অন্যান্য ছবিতে জুটি বেঁধে দর্শকদের কাছে জুটি হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন দেব-শুভশ্রী। তবে সম্পর্ক থাকাকালীন কখনোই এই সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি দুই তারকা। তবে পরবর্তীতে বিচ্ছেদ হয় সেই সম্পর্কের। আর বিচ্ছেদের পর অভিনেত্রী শুভশ্রী (Subhasree) স্বীকার করে তাঁদের সম্পর্কের কথা। বর্তমানে দুজনেই যেযার কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত।

Advertisements

অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree Ganguly) পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-র সাথে বিবাহ করে পুত্র ইউভান (Yuvan)-কে নিয়ে সুখে দিন কাটাচ্ছেন। অন্যদিকে রুক্মিণী (Rukmini)-র সাথে সম্পর্ক রয়েছেন দেব। যা সকলেরই জানা। তবে সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এই দেব-শুভশ্রী (Dev-Subhasree)-র বর-কনে বেশের এক ছবি। যে ছবিটি ২০১৫ সালে নেটদুনিয়ায় আপলোড করা হয়েছিল।

তবে সাম্প্রতিক সময়ে এই ছবিটি ভাইরাল হয়ে দর্শকদের বেশ মুগ্ধ করেছে। যেখানে বর বেশে দেখা গিয়েছে অভিনেতা দেবকে। তাঁর বিপরীতে লাল শাড়ি পড়ে কনে সাজে দেখা গিয়েছে শুভশ্রীকে। প্রসঙ্গত, এই ছবিটি এই জুটির একটি সিনেমার শুটিংয়ের ছবি। যা বর্তমানে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে দর্শকদের আপ্লুত করেছে। এই ছবি দেখে অনেকেই নস্টালজিয়া হয়ে পড়েছেন। কেউ কেউ লিখেছেন, এমনটাই তো হওয়ার কথা ছিল তাহলে কেন এমনটা হলো না দেব দা? এছাড়াও অন্যান্যদের মন্তব্য উঠে এসেছে এই ছবি কমেন্ট সেকশনেl

Related Articles