ছবিতে থাকা এই সাধুবাবা বর্তমানের জনপ্রিয় সুপারস্টার, দেখুন তো চিনতে পারেন কিনা অভিনেতাকে
একঝলক দেখলে তাকে না চেনার কথা! উস্কো চুল, গাল ভর্তি দাড়ি গোফ, চোখে মুখে ধুলোবালি। কে বলবে এ কোনো অভিনেতা! কিন্তু চিনিয়ে দেবে প্রোফাইলে জ্বল জ্বল করা নাম দেব। কিন্তু এরকম হাল কেন অভিনেতার! আসলে নেপথ্যে রয়েছে “বাঘাযতীন”। গোলন্দাজ, টনিক, প্রজাপ্রতি.. বাংলা ছবির জগতে নিজেকে নতুনভাবে চিনিয়েছেন অভিনেতা দেব। এই প্রত্যেকটি ছবিতে নিজেকে নতুন করে গড়ে নিয়েছেন। একের পর এক চরিত্র নিয়ে করে চলেছেন এক্সপেরিমেন্ট আর বলাবাহুল্য তাতে সফল তিনি।
আর এবার বড় পর্দায় ইতিহাসকে ফিরে দেখাতে চলেছেন অভিনেতা। অজস্র কঠিন লড়াইয়ের পর ২০০ বছরের ইংরেজ শাসন থেকে মুক্তি পেয়েছিল ভারত। সেই লড়াইয়ের এক বীর যোদ্ধা ছিলেন বাঘাযতীন। 2023 এ আসতে চলেছে এই বাঘাযতীনের গল্প। সেখানেই।বাঘাযতীনের ভূমিকায় দেখা যাবে দেবকে। আর অভিনেতার শেয়ার করে নেওয়া এই ছবি “বাঘাযতীন” -এর ফার্স্ট পোস্টার। ছবি পরিচালনায় রয়েছে অরুণ রায়।
গতকাল ছিল প্রজাতন্ত্র দিবস সেদিনই এই ছবির পোস্টার লুক শেয়ার করে আসন্ন ছবির কথা বলেন দেব। অভিনেতার কথাই “অজস্র কঠিন লড়াইয়ের পর ২০০ বছরের ইংরেজ শাসন ধূলিসাৎ করে ভারত পেয়েছিল স্বপ্নের স্বাধীনতা… ভারতের বীরযোদ্ধা অন্যতম সংগ্রামী বাঘাযতীনের গল্প নিয়ে আমরা আসছি এই পুজোতে।
” অভিনেতা জানিয়ে দিয়েছেন চলতি বছরের পুজোতে অর্থাৎ ২০ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। দেবের এই বিশেষ লুকের পিছনে রয়েছেন রূপটান শিল্পী সোমনাথ কুন্ডু। বাংলার অন্যতম খ্যাতনামা স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তার সংগ্রামকে রূপোলি পর্দায় তুলে ধরবেন দেব। বীর বিপ্লবের চরিত্রে তাকে দেখার জন্য স্বাভাবিকভাবে উচ্ছসিত দর্শকরা।