Advertisements

‘দরকার পড়লে একটু হরলিক্স খা’, সোহমকে নিয়ে এ কি মশকরা দেবের! হেঁসে লুটোপুটি খেল নেটিজেনরা

Advertisements

অভিনেতা সোহমের সাথে খুনসুটিতে মাতলেন অভিনেতা দেব। জনপ্রিয় বাংলা সিনেমা ‘ছোট বউ’ এ ছোট্ট সোহমের মুখে বিখ্যাত ডায়লগ, ‘মা একটু হরলিক্স দাও না চেটে চেটে খাবো’, যা পরবর্তী কালে হয়ে উঠেছে মিম এর খোরাক, আর এবার সেই হরলিক্স প্রসঙ্গ টেনে সোহমের সাথে খুনসুটিতে মাতলেন তার সহকর্মী অভিনেতা দেব। করোনা থেকে বাঁচতে সোহম কে হরলিক্স খাওয়ার উপদেশ দিলেন দেব।

অভিনেতা সোহম এখন টলিউডের জনপ্রিয় নায়ক, তার সাথে তৃণমূলের নেতা, তবে হিরো এবং নেতার ইমেজ কেও বার বার ছাপিয়ে গেছে সোহমের ছোট্ট বেলার সেই বিখ্যাত সংলাপের জনপ্রিয়তা।

আগের বছর সোহমের বৈবাহিক জীবনের ৮ বছর পূর্ণ হয়েছে, আর সেই উপলক্ষেই স্ত্রী তনয়কে শুভেচ্ছা জানিয়েছিলেন সোহম, আর তাতেই মজা করে দেব মন্তব্য করেন, আরো ৮০ বছর কাটানোর জন্য সাবধান থাক, বেশি বেরোস না। নিজের খেয়াল রাখ। দরকার পড়লে একটু হরলিক্স খা’।

দেব এবং সোহম টলিউডের জনপ্রিয় অভিনেতা হওয়ার পাশাপাশি বর্তমানে দুজনেই তৃণমূল কংগ্রেসের নেতা, সোহম এবছর ভোটে দাড়িয়েছেন ঘাসফুলের হয়ে, ভোট পর্ব চুকলেও এখনো ফলাফলের অপেক্ষায়, অন্যদিকে দেব তৃণমূল সংসদ, তবে এই দুই অভিনেতা তথা নেতার গণ মাধ্যমে এমন খুনসুটি দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা, নতুন করে আবার ভাইরাল হয়েছে সোহমের এই পোস্ট।

Related Articles