Deepika Padukone : বলিউডে শোকের ছায়া, প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়লেন দীপিকা পাডুকোন

Advertisement

Deepika Padukone : বলিউডে শোকের ছায়া। সম্প্রতি মাতৃবিয়োগ হয়েছে বলিউডের কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার (Mukesh Chabra)। এই কারণে মন খারাপ নেমে এসেছে গোটা ইন্ডাস্ট্রি জুড়ে। মুকেশের হাত ধরে অনেকে উঠে এসেছেন বলিউডে। সুশান্ত সিং রাজপুত থেকে সারা আলি খান সহ অনেকেই তার হাত ধরে বলিউডে পদার্পণ করেছেন। বলিউডে কাস্টিং ডিরেক্টর হিসেবে তিনি বেশ জনপ্রিয়।

Advertisements

সম্প্রতি মাতৃবিয়োগে ভেঙে পড়েছেন তিনি। মুকেশ ছাবরার মা কমলা ছাবরা মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মুকেশ ছাবরার অত্যন্ত ঘনিষ্ঠ হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। স্বাভাবিকভাবেই দীপিকা বেশ মুষড়ে পড়েছেন। মুকেশের মায়ের মৃত্যুবিয়োগের খবর শুনে তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান দীপিকা।

Advertisements

হাসপাতালে প্রবেশ করার মুখে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন দীপিকা। গাড়ি থেকে নেমেই হাসপাতালে ঢুকে পড়েন তিনি। তবে বলিউড অভিনেত্রী দীপিকা নন, বলিউডের আরও অনেকেই শেষ দেখা দেখতে গিয়েছিলেন। ফারহা খান, সুনীল গ্রোভার, নুপুর শ্যানন সহ আরও অনেকেই হাজির হন হাসপাতালে। তার শেষকৃত্য সম্পন্ন নয় ওয়াশিওয়ারা মহাশ্মশানে।

বলিউডের নামকরা কাস্টিং ডিরেক্টর হলেন মুকেশ ছাবরা। বলিউডের ২০০টিরও বেশি ছবিতে তিনি কাস্টিং-এর কাজ সামলেছেন। ‘দিল বেচারা’ ছবিটিও তিনি পরিচালনা করেছেন। বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। ২০২০ সালে পরিচালক হিসেবে কাজ শুরু করেন মুকেশ।

Related Articles