বিনোদনভাইরাল ভিডিও

৬১ বছর বয়সেও দুর্ধর্ষ এনার্জি! ‘সামি সামি’ গানে দুর্দান্ত নেচে মঞ্চ মাতালেন দেবশ্রী, সঙ্গ দিলেন মিঠুন চক্রবর্তী

খুব শীঘ্রই এবার ‘ড্যান্স বাংলা ড্যান্স’এর মঞ্চ কাঁপাতে আসছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী দেবশ্রী রায়! সম্প্রতি তারই ঝলক তুলে ধরা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিও দেখার পর রীতিমতো উচ্ছ্বসিত নেটিজেনরা। নব্বইয়ের দশকের এই অভিনেত্রীর জনপ্রিয়তা ঠিক কতখানি তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

আর অভিনয়ের পাশাপাশি তার নৃত্য দক্ষতাও মুগ্ধ করে সকলকে। তাইতো ‘ড্যান্স বাংলা ড্যান্স’এর মঞ্চে তার আসার কথা শুনেই ভীষণই খুশি হয়েছেন দর্শকেরা। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একাধিক প্রোমো ভিডিও পোস্ট করেছে জি বাংলা।

যার একটিতে দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তীর সাথে ‘জানা অজানা পথে’ থেকে শুরু করে ‘সামি সামি’ গানের সাথে নাচছেন তিনি। ৬১ বছর বয়সে এসেও তার এনার্জি হার মানাতে পারে যে কোনো কমবয়সী যুবতীকে। খুবই এনার্জির সাথে এদিন নাচতে দেখা গিয়েছে তাকে। ভিডিওটি দেখার পর সকলে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

উল্লেখযোগ্য, টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় একটি রিয়্যালিটি শো হলো ‘ড্যান্স বাংলা ড্যান্স’। বিগত বহুবছর ধরে সমান জনপ্রিয়তার সাথে এই শো’টি সম্প্রচারিত হয়ে আসছে। আর এবারের সিজনের মাধ্যমে বহু বছর পর ছোটপর্দায় ফিরলেন মিঠুন চক্রবর্তী, ‘মহাগুরু’র আসনে রয়েছেন তিনি। অন্যান্য বিচারকদের ভূমিকায় রয়েছেন মৌনি রায়, শুভশ্রী গাঙ্গুলী, শ্রাবন্তী চ্যাটার্জী।