বিনোদন

প্রসেনজিতকে ভুলে ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী দেবশ্রী! প্রকাশ্যে কার্ড ও পাত্রের পরিচয়

টলি পাড়ায় বড় পর্দায় দেখা না গেলেও জনপ্রিয়তা এখনও রয়েছে প্রথম দিনের মতই। তিনি হলেন প্রবীণ জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Roy)। তবে বয়স বাড়লেও নিজেকে তিনি রেখেছেন একেবারে যুবতীর মতন। একসময় টলিউডে প্রচুর ছবিতে অভিনয় করেছেন তিনি। একাধিক তাবড়-তাবড় অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। অভিনয়ের আগে থেকেই আলাপ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে।

এরপর অভিনয় জগতে একাধিক ছবিতে তাদের একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে। বন্ধুত্ব থেকে প্রেমে সম্পর্ক গড়াতে বেশি সময় নেয়নি। এরপর তারা দু’জনে গাঁটছড়া বাঁধেন। তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। একে অপরের থেকে আলাদা হয়ে যান তারা। প্রসেনজিৎ এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও দেবশ্রী এই বিষয়ে আর কোনোদিন আগ্রহ দেখাননি।

তবে এবার শোনা যাচ্ছে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এ অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। সেখানে তার এই গোপন রহস্য ফাঁস হয়। তবে পাত্র হল খাটিয়া কুমার৷ খাটিয়া দেবশ্রীকে দেখে দুষ্টুমি করার সুযোগ হাতছাড়া করেননি। দেবশ্রীর সঙ্গে তার বিয়ের কার্ডের ছবি দেখিয়ে দেন তিনি।

ছবিতে তার পাশে দেবশ্রীর ছবি এবং বিয়ের তারিখ ও জায়গা উল্লেখ করার দায়িত্ব মিঠুন চক্রবর্তীর। যদিও পুরো বিষয়টি মজার ছলে করা হয়েছে। এর পাশাপাশি খাটিয়া কুমার বাকি বিচারকদের সঙ্গেও রসিকতা করার সুযোগ নিয়েছেন। তার কান্ড দেখে হাসি থামাতে পারেননি কেউই৷ ওইদিন মঞ্চে মন খুলে নাচ করেছেন দেবশ্রী। তাকে সঙ্গ দিতে দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তীকেও।