‘সামি সামি’ গানে দুর্ধর্ষ নেচে DBD-র মঞ্চ কাঁপালেন ডান্সিং কুইন দেবশ্রী, সঙ্গ দিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী!
খুব শীঘ্রই এবার ‘ড্যান্স বাংলা ড্যান্স’এর মঞ্চ কাঁপাতে আসছেন জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়। সম্প্রতি চ্যানেলের তরফ থেকে তারই প্রোমো ভিডিও পোস্ট করা হয়েছে। যা দেখার পর ভীষণই উচ্ছ্বসিত দর্শকেরা। টলিউড ইন্ডাস্ট্রির এই অভিনেত্রীকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। তিনি ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি দক্ষ নৃত্যশিল্পীও।
বিগত কয়েক দশকে টলিউডে রীতিমতো রাজত্ব করেছেন তিনি। বর্তমানে যদিও তাকে পর্দায় দেখা যায় না। তবে মাঝেমধ্যেই বিভিন্ন রিয়্যালিটি শো’তে হাজির হয়ে যান। শীঘ্রই এবার তাকে দেখা যাবে ‘ড্যান্স বাংলা ড্যান্স’এর মঞ্চে। যেখানে অতিথি হয়ে হাজির হবেন তিনি। আর সেখানে এসে অন্যান্য বিচারক-সহ প্রতিযোগীদের সাথে তাকে নাচতেও দেখা যাবে।
সম্প্রতি জি বাংলার তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে দেবশ্রী অঙ্কুশ ও মিঠুনের সাথে নাচছেন। এরপর তাকে বলতে শোনা যায়, ‘বহু বছর পর মিঠুনদার সঙ্গে নাচলাম।’ অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার এক শিল্পী তার মন জয় করে নেয়। তাকে নাচতে দেখে ফ্লাইং কিস ছুঁড়ে দেন তার দিকে। এমনকি এরপরই মঞ্চে পৌঁছে যান তিনি।
যেখানে শ্রাবন্তী, অঙ্কুশের সাথে ‘সামি সামি’ গানের আইকনিক স্টেপ করতে দেখা যায়। ভিডিওটি দেখার পর উচ্ছ্বসিত দর্শকেরা। নানান রকম মন্তব্যে ভরিয়ে তুলেছেন তারা। কেউ কেউ বলেছেন বিচারকের আসনে দেবশ্রীকে পাকাপাকিভাবে দেখতে চান তারা। আবার কারো মতে, ‘অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম দেবশ্রী ম্যাডামের আসার। তিনি স্থায়ীভাবে থাকুন।’