শারীরিক চাহিদার মেটানোর জন্য বিছানায় পুরুষের দরকার নেইঃ দাবি শুভশ্রীর দিদির

পুরুষরা ছাড়াও মেয়েদের চাহিদা মেটানোর রয়েছে অনেক উপায়, বললেন দেবশ্রী গাঙ্গুলী। বর্তমানে টলি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হল দেবশ্রী গাঙ্গুলী (Debashree Ganguly)। বোন শুভশ্রী গাঙ্গুলী (Subhasree Ganguly)-র দিদি হলেন দেবশ্রী। বোনের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে প্রাথমিক পরিচিতি পেলেও বর্তমানে নিজের কাজের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠছেন দেবশ্রী। ইতিমধ্যে বেশ কিছু ছবিতেও দেখা গিয়েছে দেবশ্রীকে। তবে আজকের এই প্রতিবেদনে দেবশ্রীর অভিনয় জগৎ নয় ব্যক্তিগত জগত নিয়েই এক তথ্য তুলে ধরা হয়েছে।
যা তিনি নিজেই প্রকাশ করেছেন। প্রসঙ্গত, তারকা জগতের প্রত্যেকেরই অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও রয়েছে। যা নিয়ে বেশ চর্চা চলে নেটদুনিয়ায়। সেরকমই দেবশ্রী গাঙ্গুলী (Debashree Ganguly)-রও ব্যক্তিগত জীবন খুব একটা সুখের নয়। ভালোবাসা খুঁজতে গিয়ে বারবার আঘাত পেয়েছেন এই অভিনেত্রী। ফলে বর্তমানে তিনি সিঙ্গল জীবন যাপন করছেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী দেবশ্রী গাঙ্গুলী (Debashree Ganguly) তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে দুঃখ প্রকাশ করেন।
জানা যায় খুব কম বয়সেই গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। ফলে ২৪ বছর বয়সে তার কোলজুড়ে আসে তাঁর একমাত্র ছেলে ঋষি। বিয়ের সময় বেশ রোগা ছিলেন দেবশ্রী। তবে সন্তান হওয়ার পর থেকেই তাঁর ওজন বাড়তে শুরু করে। আর তারপর থেকেই প্রকাশ্যে আসে তাঁর প্রাক্তন স্বামীর আসল রূপ। তাঁর অত্যাধিক ওজনের জন্য তাঁকে নানারকম কথা শোনাতেন। এমনকি অন্যান্য সুন্দরী মহিলাদের নিয়ে তাঁকে তুলনা করে অপমান করতেন। তবে পরবর্তীতে ছেলেকে নিয়ে আলাদা হয়ে যান দেবশ্রী (Debashree)।
দীর্ঘ সময় পর ২০২১ সালে তিনি আবারও বিবাহ করেন। কিন্তু সেই বিবাহ টেকেনি। স্বামীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করেন দেবশ্রী। তবে প্রাক্তন স্বামীর থেকে আলাদা হয়ে যাওয়ার পর নিজে উপার্জন করতে শুরু করেন দেবশ্রী (Debashree)। তবে নিজের পরিবার থেকে সবসময়ই সুবিধা পেয়েছেন দেবশ্রী। যার ফলে সে তাঁর মা, বাবা, বোনের কাছে সবসময় চির কৃতজ্ঞ থাকবেন। তবে বৈবাহিক সম্পর্ক নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, মেয়েরা অনেক স্মার্ট। মেয়েদের চাহিদা পূরণের অনেক উপায় আছে। অর্গাজমের জন্য মেয়েদের কোনো পুরুষদের দরকার হয় না।