হবু বউ রক্মিনীকে অন্য কারো সঙ্গে বিয়ে দিতে চাইলেন অভিনেতা দেব! ব্যাপারটা কি?
টলিউডে দেব রুক্মিণীর সম্পর্কের কথা সকলেরই জানা। এখন প্রায় ছবিতেই তাদের একসাথে অভিনয় করতে দেখা যাচ্ছে। তবে এই সেলিব্রিটি জুটি কবে গাঁটছড়া বাঁধবেন তা এখনো অজানা। তাদের বিয়ের কথা জিজ্ঞেস করলে এড়িয়ে যান দুজনই। কিন্তু দেব এই প্রসঙ্গে জানিয়েছেন মনের মিলটায় আসল, মনের মিল থাকলে বিয়ের দরকার পরেনা। টালিউডে এই জুটি সকলের বেশ পছন্দের। তবে দেব হঠাৎ খুঁজতে শুরু করেছেন রুক্মিণীর জন্য পাত্র। কিন্তু কেন চলুন জেনে নিই।
খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে দেব রুক্মিণী অভিনীত কিসমিস। আগামী 29 শে এপ্রিল মুক্তি পেতে চলেছে কিসমিস। ইতিমধ্যে কিসমিসের প্রমোশন তুমুলভাবে শুরু হয়ে গেছে। কখনো দাদাগীরির মঞ্চে, কখনো দিদি নাম্বার ওয়ান বা কখনো স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ডে ছুটে বেড়াচ্ছেন দেব রুক্মিণী। ছবির প্রমোশন করতে বাদ রাখেনি কিছুই।
সম্প্রতি তাদের ছবি প্রমোশন করতে তারা পৌঁছে গিয়েছিলেন জি বাংলা রান্নাঘরেও। প্রথমবারের জন্য জি বাংলা রান্নাঘরে পা রাখলেন দেব। রান্নাঘর মানেই সুস্বাদু খাবার দাবার। আর তাই রুক্মিণী রান্না করে ফেললেন মটন কিসমিস মিঠা কাবাব। আর সেই রান্না খেয়ে দেব রীতিমতো ক্লিন বোল্ড।
রুক্মিণীর হাতের এত সুন্দর রান্না খেয়ে দেবকে মজা করে বলতে শোনা গেল যাদের পাত্রীর দরকার রুক্মিণীর সাথে যোগাযোগ করতে পারেন। রুক্মিণী ভালো রান্না করতে পারে এবং দেখতেও সুন্দর। দেব রুক্মিণী তাদের কিসমিস সিনেমার প্রমোশন সর্বত্র করছেন। এমনকি মেট্রো স্টেশনেও তাদের অভিনব পন্থায় প্রচার করতে দেখা গেছে।