বিনোদন

‘দঙ্গল’ সিনেমার ছোট্ট ববিতা এখন লাখ ছেলের ক্রাশ, ছবি দেখলে চোখ ফেরাতে পারবেন না

বক্স অফিসে নতুন মাইল ফলক ছুঁয়েছিল আমির খান অভিনীত দঙ্গল। দর্শক থেকে শুরু করে সমালোচক সকলেরই মন ছুঁয়ে গিয়েছিল এই ছবি। তবে কেবল আমির খান নয় ছবিতে তার দুই কন্যার চরিত্রে অভিনয় করা অভিনেত্রীরাও কিন্তু সমানভাবেই দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন মহিলা কুস্তিগীর গীতা ও ববিতা ফোগাটের বাস্তবজীবনের ওপরে ভিত্তি করে তৈরি হয়েছিল দঙ্গল। আর এই চরিত্রেই দেখা মিলেছিল ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা।

সিনেমা হিট হওয়ার পর দঙ্গল গার্ল হিসাবেও বিশ্বখ্যাত হয়েছেন ফাতিমা। অপরদিকে সানিয়াও বেশ পরিচিত হয়ে উঠেছেন। কিন্তু তারা ছাড়াও এই দুই কুস্তিগীরের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন জায়রা ওয়াসিম ও সুহানি ভাটনগর। ববিতার ছোটবেলার চরিত্রের অভিনয় করা সুহানির চেহারা নিশ্চয় মনে আছে! কিন্তু জানেন বর্তমানে এখন কতটা সুন্দরী হয়ে উঠেছেন সুহানি!আজকে আমরা কথা বলবো ববিতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করা সুহানির কথা।

সেই বয়েস কাট চুল, সাধারন বাচ্চা মেয়েটার বর্তমান রূপ দেখলে চেনা দায় হবে। ইতিমধ্যে ছয় বছর পেরিয়ে গেছে সেই ছবি রিলিজের স্বাভাবিকভাবেই বয়েসের সাথে তার চেহারার পরিবর্তন এসেছে কিন্তু সৌন্দর্যের সাথে সাথে যথেষ্ট স্টাইলিশ হয়ে উঠেছেন তিনি।দঙ্গলের পর ফিল্মি দুনিয়া থেকে এক প্রকার হারিয়ে গিয়েছিলেন সুহানি কিন্তু ইদানিং সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকতে তাকে দেখা যায়।

সেখানে নিজের ছবি ভিডিও প্রায়সই শেয়ার করে থাকেন। আর তার সাম্প্রতিক ছবিগুলি দেখে ছবির সাথে তাকে মেলাতে পারেননা। আগের থেকে অনেক বেশি সুন্দরী ও লাস‍্যময়ী হয়ে উঠেছেন সুহানি। আর এই কারণেই এই মুহূর্তে ছোট্ট ববিতা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গেছেন।