মায়ের পাশে বসে থাকা এই ছোট্ট মেয়েটি আজ টলিউডের নামকরা অভিনেত্রী, চিনতে পারছেন ইনি কে?

Advertisement

টলি পাড়ার প্রতিষ্ঠিত ও জনপ্রিয় অভিনেত্রী হলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakroborty)। একের পর এক ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন তিনি। তার এক একটি ছবিতে তার অভিনয় ও সৌন্দর্য্য দুই-ই ফুটে ওঠে। অভিনয়ের পাশাপাশি ফটোশ্যুটেও বেশ সাবলীল ঋতাভরী। ১২ই মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ফাটাফাটি’। ছবিতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী। মুক্তির দ্বিতীয় সপ্তাহে ছবিটি ‘ফাটাফাটি’ ব্যবসা করছে প্রেক্ষাগৃহে।

Advertisements

RITABHARI WITH MOTHER

Advertisements

তারকারা নিজেদের নানান মূহুর্তের ছবি নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন। তার মধ্যে থাকে নিজেদের ছবি আবার পরিবারের সঙ্গেও। ছোটোবেলার নানান মূহুর্ত সুযোগ পেলে পোস্ট করতে ভোলেন না তারকারা। সম্প্রতি ঋতাভরী একটি ছবি পোস্ট করে নজর কেড়েছেন। সেই ছবিতে দেখা গিয়েছে তার দিদি চিত্রাঙ্গদা ও মা শতরূপাকে। স্বামী উৎপলেন্দু চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দুই মেয়ে চিত্রাঙ্গদা ও ঋতাভরীকে একা হাতে মানুষ করেছেন শতরূপা সান্যাল।

RITABHARI WITH SISTER

শতরূপা একাধারে একজন পরিচালক, লেকখ, কবি, ডাক্তার, কম্পোজার, সমাজসেবী। কিন্তু এই সবকিছুর আগে তিনি একজন মা। ঋতাভরী তার মা’কে নিয়ে এর আগে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর সেখানে তিনি তার মায়ের প্রশংসা করার সুযোগ ছাড়েননি৷ এছাড়া মেয়ে চিত্রাঙ্গদা ২০১৯ সালে তার মা’কে ‘ফাদার্স ডে’ উপলক্ষে উপহার হিসেবে দিয়েছিলেন নিজের নামের পর মায়ের নাম৷ তিনি এখন নিজের নাম লেখেন চিত্রাঙ্গদা শতরূপা।

RITABHARI AND CHITRANGADA

সম্প্রতি ঋতাভরীর পোস্ট করা সেই ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মা’কে যে খুব ভালোবাসেন মেয়েরা তা আর বলার অপেক্ষা রাখে না৷ শতরূপা এত ব্যস্ততার মাঝেও নিজের মেয়েদের মানুষ করেছেন। তাদের করে তুলেছেন প্রতিষ্ঠিত। তাই মা’কে মেয়েরা যে স্নেহ করেন তা বারংবার প্রমাণিত হয়। খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। ঋতাভরীর মনের মানুষ একজন ডাক্তার। তার সঙ্গে একাধিক ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।

Related Articles