বিনোদন

পায়ে কেন সবসময় কালো সুতো পরেন শুভশ্রী? এর গুনাগুণ জানলে চমকে যাবেন

পায়ের অলংকার হিসেবে তোড়া আছে, আছে অন‍্যান‍্য জিনিস.. কিন্তু তারপরেও অনেক সময় লক্ষ্য করলে দেখা যাবে অনেকে পারে কালো সুতো বেঁধে ঘোরাফেরা করছেন। এমনকি এই তালিকা থেকে কিন্তু বাদ নেই টলিউড কুইন শুভশ্রী। অনেকেই ভাবেন হালফিলের ফ্যাশনের অঙ্গ বোধহয়, হয়তো বা অলংকারের মত ব্যবহার করা হচ্ছে কিন্তু আসল বিষয়টি কি জানেন!
অভিনয় ছাড়াও নিজের ফ‍্যাশনসেন্স দিয়ে বরাবর মুগ্ধ করে আসছেন টলিপাড়ার বিউটি কুইন শুভশ্রী গাঙ্গুলি।

সম্প্রতি তিনি কিছু ছবি শেয়ার করেছেন যেখানে অন্যান্য সাজের সাথে চোখে পড়েছে তার পায়ে কালো সুতো। অনেকেই হয়তো তা ফ্যাশনের অঙ্গ ভাবতে পারেন কিন্তু জানলে অবাক হবেন এই কালো সুতোর অনেক গুনাগুন রয়েছে। জ্যোতিষ শাস্ত্র মতে মনে করা হয় পায়ে কালো সুতো পরলে তা শরীরের নানা রকম সমস্যা দূর করে।

দৃষ্টিশক্তি বাড়ানো কিংবা মুখে দুর্গন্ধ কমাতে নাকি সাহায্য করে। বলা হয় যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তারা যদি পায়ের আঙ্গুলের চারপাশে একটি কালো সুতো পরতে পারেন তাহলে সেই সমস্যা থেকে উপশম পাওয়া যায়। আবার কেউ যদি আর্থিক সমস্যায় ভুগে থাকেন তাহলে মঙ্গলবার পায়ে কালো সুতো বাধুন এতে আর্থিক সমস্যা কেটে যায়।

সাথে অর্থ উপার্জন ও সঞ্চয়ের পরিমাণ বাড়ে। যারা বারবার পায়ে আঘাত পান তারাও আঙ্গুলে বা গোড়ালির ওপর সুতো বাঁধতে পারেন। এতেও উপকার মিলে এমনটাই বিশ্বাস। মনে করা হয় মকর, কুম্ভ এবং তুলা রাশির জাতক জাতিকার জন্য কালো সুতো শুভ। শুভশ্রী একা নয় এইসময় অনেক মহিলারা ফ্যাশন স্টেটমেন্ট এর জন্য পায়ে কালো সুতো পরছেন। কিন্তু সৌন্দর্যের সাথে সাথে এর স্বাস্থ্য ও বাস্তুগুণ রয়েছে।