বিনোদনরাজ্য

মাসিক ৪১ হাজার টাকা বেতনে রাজ্যে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ ১৪ই মার্চ

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, ‘West Bengal Power Development Corporation’ এর তরফ থেকে একগুচ্ছ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আসুন তাহলে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পদের নাম: Mines Manager

মোট শূন্যপদ:

বেতন: ৮২,০০০ টাকা

পদের নাম: Safety Officer

মোট শূন্যপদ:

পদের নাম: Assistant Mines Manager

মোট শূন্যপদ: ১৩

পদের নাম: Blasting Officer

মোট শূন্যপদ:

বেতন: ৬৩,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Mining Engineering’এ ডিগ্রী/ডিপ্লোমা-সহ কাজের অভিজ্ঞতা।

পদের নাম: Welfare Officer

মোট শূন্যপদ:

বেতন: ৬৩,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Social Scienc/Labour Welfare’এ Diploma/Degree সহ কাজের অভিজ্ঞতা।

পদের নাম: Surveyor

মোট শূন্যপদ:

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Survey Engineering’এ Diploma ও কাজের অভিজ্ঞতা।

পদের নাম: Overman

মোট শূন্যপদ: ১৬

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Mining Engineering’এ Diploma- সহ Overman’s সার্টিফিকেট ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৪১,০০০ টাকা।

বয়স: ৫৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে সেটি পূরণ করে প্রয়োজনীয় ডক্যুমেন্টস নিয়ে পৌঁছে যেতে হবে ইন্টারভিউর স্থানে।

ইন্টারভিউয়ের স্থান: Bidyut Unnayan Bhaban, Corporate office WBPDCL, Block- LA, Plot No- 3/C, Sector- III, Bidhannagar, Kolkata- 700106

ইন্টারভিউয়ের তারিখ: ১৩ ও ১৪ই মার্চ, ২০২৩