চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, ‘West Bengal Power Development Corporation’ এর তরফ থেকে একগুচ্ছ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আসুন তাহলে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
পদের নাম: Mines Manager
মোট শূন্যপদ: ২
বেতন: ৮২,০০০ টাকা
পদের নাম: Safety Officer
মোট শূন্যপদ: ৫
পদের নাম: Assistant Mines Manager
মোট শূন্যপদ: ১৩
পদের নাম: Blasting Officer
মোট শূন্যপদ: ৪
বেতন: ৬৩,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Mining Engineering’এ ডিগ্রী/ডিপ্লোমা-সহ কাজের অভিজ্ঞতা।
পদের নাম: Welfare Officer
মোট শূন্যপদ: ১
বেতন: ৬৩,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Social Scienc/Labour Welfare’এ Diploma/Degree সহ কাজের অভিজ্ঞতা।
পদের নাম: Surveyor
মোট শূন্যপদ: ৪
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Survey Engineering’এ Diploma ও কাজের অভিজ্ঞতা।
পদের নাম: Overman
মোট শূন্যপদ: ১৬
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Mining Engineering’এ Diploma- সহ Overman’s সার্টিফিকেট ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৪১,০০০ টাকা।
বয়স: ৫৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে সেটি পূরণ করে প্রয়োজনীয় ডক্যুমেন্টস নিয়ে পৌঁছে যেতে হবে ইন্টারভিউর স্থানে।
ইন্টারভিউয়ের স্থান: Bidyut Unnayan Bhaban, Corporate office WBPDCL, Block- LA, Plot No- 3/C, Sector- III, Bidhannagar, Kolkata- 700106
ইন্টারভিউয়ের তারিখ: ১৩ ও ১৪ই মার্চ, ২০২৩