বাবা হতেই ফের মুড চেঞ্জ! আলিয়াকে ভুলে এই নায়িকার প্রেমে মজলেন রণবীর

Advertisement

কয়েকমাস আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি, এমনকি খুব সম্প্রতি বাবাও হয়েছেন। তবে এরই মাঝে আবার অন্য এক মহিলার সাথে রোমান্স করতে দেখা গেল অভিনেতা রনবীর কাপুরকে। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন হঠাৎ করে তিনি অন্য কারো সাথে রোমান্স কেন করতে গেলেন? আসলে সিনেমার কারণেই এই রোমান্স করতে হয়েছে তাকে।

Advertisements

বিগত কিছু সময় ধরে তার অভিনীত সিনেমাগুলি খুব একটা সাফল্য লাভ করেনি বক্সঅফিসে। তবে সেপ্টেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত ‘ব্রহ্মাস্ত্র’ বক্সঅফিসে বেশ নাম করেছিল। এরপর এবার তাকে দেখা যাবে লাভ রঞ্জন পরিচালিত সিনেমা ‘তু ঝুঁটি ম্যায় মক্কার’এ। যেখানে তার সাথে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। সম্প্রতি সেই সিনেমার টিজার মুক্তি পেয়েছে।

Advertisements

এই প্রথমবার একসাথে অভিনয় করছেন রনবীর এবং শ্রদ্ধা। সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়া সেই টিজারটিতে দেখা যাচ্ছে গুরুগ্রামের সাইবার হাবে একে অপরের দিকে হেঁটে আসছেন দু’জন। প্রথমে দু’জনকে একে অপরের দিকে ফ্লাইং কিস ছুঁড়তে দেখা যায়। কিন্তু শেষে দেখা যায় রনবীরের চুম্বনের উত্তরে কাল্পনিক বন্দুক দিয়ে গুলি ছুঁড়ছেন শ্রদ্ধা। অন্যদিকে টিজারে জানা গিয়েছে সিনেমা মুক্তির তারিখ।

আগামী বছরের মার্চ মাসে মুক্তি পাবে এই সিনেমাটি। যদিও টিজারটি দেখে দর্শকেরা মনে করছেন সিনেমাটি খুব একটা সাফল্য লাভ করবে না। উল্লেখযোগ্য, ২০২২ সালটি বেশ অন্যরকম কেটেছে রনবীরের জন্য। কারণ, বিবাহবন্ধন থেকে শুরু করে বাবা হওয়া একাধিক ঘটনা ঘটেছে তার জীবনে।

Related Articles